হোসনে আরা খান:
মে ২৪, ২০২৪
মনের সন্ধান করি
মনে -মনে জনে জনে
নিরজনে প্রাণপণে
দেখা তার মেলেনি কোথাও।
দেহ আছে প্রাণ আছে,
বহিরাঙ্গ ভেতরাঙ্গ
অস্থি-মজ্জা সবই আছে;
সবখানে খুঁজেছি তোমায়
হৃদয় নিলয়ে ,
মস্তিষ্কের গোপন কুঠুরিতে
গ্রহ থেকে গ্রহান্তরে
সমুদ্রের অতল ঝর্ণার কলতান
সবখানে করেছি সন্ধান।
অনেক ভেবেছি –
বিনিদ্র কেটেছে কত রাত।
অনুভবে যদিও পাই
এই আছো এই নাই!
কখনো ধুলির ধরায়
কখনো নক্ষত্র-পাড়ায়
যেথা খুশি চলে যাও
যাকে চাও তাকে পাও
চোখের পলকে।
নীগড় ভেঙে আচার -বিধির
নিঃশঙ্ক বিচরণ কর প্রেমিকের বুকে
হয়ে যাও দু’য়ে লীন।
মনের গতির শক্তি ভয়ঙ্কর
পারমানবিক বোমার চেয়েও,
তড়িতের চেয়েও দ্রুতগামী,
ইথার এবং আলোর গতি
পেছনে ফেলে
ধেয়ে চল সময়ের আগে।
সহসা তোমাকে পাই
পেয়েই হারাই
বারবার শতবার,
আছো তুমি স্নায়ু-কোষে.
হৃদ-স্পন্দনে
দেহ-তরঙ্গে
ধমনীর শাখা-প্রশাখায়।
হে চির চঞ্চল,
আমিই ঠিকানা তোমার।
তুমি অদম্য-দূরন্ত-নিঃসীম
বেপরোয়া চল রাতদিন
আমিই ধারক তোমার,
তবুও অধীন।
Facebook Comments Box