জোবায়ের জুবেল :
মধ্যবিত্ত জীবন মানে
বাশের চিপায় কষ্ট,
আদা-রসুন নেই যে কিছুই
সারাজীবন নষ্ট।
মনটা ভারী পকেট খালি,
বুকে চাপা কান্না,
শুধু অভাব তাদের স্বভাব
সুখের দেখা হয় না।
দূর আকাশে চাঁদের দেশে
সুখ পাখিটা থাকে,
আলাল দুলাল থাকে সেথায়
তাদের কোথায় রাখে?
এই সমাজের কষাঘাতে
মুখটা লুকায় ওরা,
ভিতর জ্বালা তাদের খেলা
এইতো জীবনধারা।
সূএ:ডেইলি-বাংলাদেশ ডটকম