ফাইল ছবি
অনলাইন ডেস্ক : শুধু নির্বাচন হবে শোনা গেলেও দিন-তারিখ ঘোষণা হয়নি। কিন্তু এখনই সবাই সংখ্যানুপাতিক নির্বাচনের (পিআর) দাবিতে সোহরাওয়ার্দীতে সমাবেশ করছে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর বনানীতে এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের আগে আমরা সবাই এক থাকলেও এখন সবাই ভাগ হয়ে গেছে। তবে দিল্লীতে ওরাই শান্তিতে আছে। এ সময় নির্বাচন দিন-তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা নেই বলেও মন্তব্য করে তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে গুজব ও অপপ্রচার তত বাড়বে। রাষ্ট্র সংস্কার প্রশ্নে বিএনপিকে নিয়ে অপপ্রচার চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।