ছবি:সংগৃহীত
আবহাওয়া এখন একটু কেমন জানি। গরম আছে। আবার মাঝেমধ্যেই ঠান্ডা হাওয়ার দেখা মেলে। ফলে চেহারায় একটা টান টান ভাব এসেছে। রোদে পড়ে ট্যান হওয়ার পাশাপাশি শুষ্ক হতে শুরু করেছে ত্বক। মুখের এমন সব সমস্যা তাড়াতে পারে ভিটামিন সি সিরাম।
বাজারে নানা ব্র্যান্ডের ভিটামিন সি সিরাম পাওয়া যায়। তবে এসবে মেশানো থাকে নানা রাসায়নিক। যা ত্বকের ক্ষতির কারণ হতে পারে। সঠিক উপায় জানা থাকলে কিন্তু ঘরেও ভিটামিন সি সিরাম তৈরি করা যায়। কীভাবে বানাবেন? চলুন জানা যাক-
কীভাবে তৈরি করবেন ভিটামিন সি সিরাম?
একটি কাচের বাটিতে ১ চা চামচ গোলাপ জলের সঙ্গে ১/৪ চামচ ভিটামিন সি পাউডার মেশান। এবার এর মধ্যে দিন ১ চা চামচ গ্লিসারিন। পুরো মিশ্রণটি ফ্রিজে রাখুন।
এবার মিশ্রণটি ফ্রিজ থেকে বের করে এতে অ্যালোভেরা জেল মেশান। ব্যাস, ভিটামিন সি সিরাম রেডি। ত্বকে লাগান এই মিশ্রণ।
যাঁদের ত্বক সংবেদনশীল, তারা ভিটামিন সি পাউডার খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন। মুখে ব্যবহার করার ২৪ ঘণ্টা আগে ত্বকের নির্দিষ্ট একটি অংশে প্যাচ টেস্ট করে দেখে নেবেন। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে এড়িয়ে যাবেন।
সূএ: ঢাকা মেইল ডটকম