সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক :বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ বলেছেন, ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় আমার ছেলে শহীদ হয়েছে। এটা ছাড়া তার আর কোনো দোষ ছিলো না।
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলে ন। আবরার ফাহাদের বাবা বলেন, শুধু জুলাই হত্যাকারিদের বিচার করলেই হবে না। বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের মাধ্যমে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা করতে হবে। এবং বিচার করতে হবে।
এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় মহাসমাবেশের মূল পর্ব দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উপস্থিত রয়েছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং আলেমরা।
সকাল পৌনে দশটায় সাত দফা দাবিতে আয়োজিত এই সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এসময় সারা দেশ থেকে আসা লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতি সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকায় বিস্তৃত হয়।