বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম

ফাইল ছবি

 

ডেস্ক রিপোর্ট : বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কয়েকটি পণ্য ছাড়া বেশির ভাগ সবজির দাম একশত বা তার কাছাকাছি। ক্রেতাদের মধ্যে এক ধরনের অসন্তুষ্টি-কষ্ট-ক্ষোভ কাজ করছে।

 

আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে কাঁকরোল ১৪০ থেকে ১৫০ টাকা, পটোল ৯০ থেকে ১০০ টাকা, বরবটি আঁটি ১০০ টাকা, কচুর লতি আঁটি ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ও ঝিঙা ১০০ থেকে ১১০ টাকা, বেগুন ৯০ টাকা, মুলা ও শালগম ৮০ থেকে ১০০ টাকা, কাঁচামরিচ ৭০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে কুমড়া, পেঁপে, লাউ, গাজর, করলা, ঢেঁড়সসহ কিছু সবজির দাম ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি কম দামের মধ্যে রয়েছে আলু ও টমেটো। আলু কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা, টমেটো আকার ভেদে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

 

এদিকে গত বছরের এপ্রিলের সঙ্গে বর্তমান বাজার তুলনা করলে দামে অনেক তফাত দেখা যায়। সে সময় বেশিরভাগ সবজির দাম ১৫০ টাকার আশেপাশে ছিল। কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি ছিল।

 

যাত্রাবাড়ীর সবজি ব্যবসায়ী মনির হোসেন ঢাকা মেইলকে বলেন, শীত মওসুমে সবজির দাম অনেক কম ছিল। এতো কম দামে অন্তত এক দশকে ক্রেতারা সবজি কিনতে পারেনি।

তিনি বলেন, কোনো কোনো সবজি এতো কম দামে মার্কেটে ছাড়া হয়েছে এতে কৃষকরা লোকসানে পড়তে হয়েছে। বর্তমানে আনসিজন অর্থাৎ শীত শেষে গ্রীষ্ম চলে আসছে তাই দাম বেড়ে গেছে। এমন সময় প্রতি বছর এমন রূপই দেখা যায়।

 

কাউছার আলাম নামে অপর ব্যবসায়ী বলেন, এ বছর রমজান মাস পর্যন্ত শীতের সবজির ভালো সরবরাহ ছিল। ক্রেতারাও কম দামে কিনতে পেরে স্বস্তি পেয়েছেন। আর এখন গ্রীষ্মে সবজি চাষে অতিরিক্ত খরচ গুনতে হয়। তাই কৃষকরাও বেশি দামে বিক্রি করছেন।

 

এদিকে মাছ-মাংসের দাম আগের মতোই দেখা যায়। দুই একটি মাছের দাম কম-বেশি হয়েছে। বৈশাখ উপলক্ষ্যে ইলিশ মাছের চড়া দাম এখন অনেকটা কমেছে। এক সপ্তাহের মধ্যে ফার্মের মুরগির বাদামি ডিমের দাম ডজনে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। গত সপ্তাহে এক ডজন ডিম বিক্রি হয়েছিল ১১৫ থেকে ১২০ টাকায়, যা গতকাল ছিল ১২৫ থেকে ১৩০ টাকা। তবে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কিছুটা কম রয়েছে। আজ শুক্রবার এক কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা ও সোনালি মুরগি ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পাবনায় আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

» পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫

» দেশে আইয়ামে জাহিলিয়াতের মতো ঘটনা ঘটছে : গোলাম মাওলা রনি

» আব্দুল কাদের কখনো সমীকরণে থাকে না: নাহিদ ইসলাম

» আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায় তারা, প্রশ্ন নুরের

» পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে কখন

» নির্বাচন না হলে পাঁচ সংকটে পড়বে দেশ

» ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল যে ১৭ দেশ

» দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

» রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম

ফাইল ছবি

 

ডেস্ক রিপোর্ট : বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কয়েকটি পণ্য ছাড়া বেশির ভাগ সবজির দাম একশত বা তার কাছাকাছি। ক্রেতাদের মধ্যে এক ধরনের অসন্তুষ্টি-কষ্ট-ক্ষোভ কাজ করছে।

 

আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে কাঁকরোল ১৪০ থেকে ১৫০ টাকা, পটোল ৯০ থেকে ১০০ টাকা, বরবটি আঁটি ১০০ টাকা, কচুর লতি আঁটি ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ও ঝিঙা ১০০ থেকে ১১০ টাকা, বেগুন ৯০ টাকা, মুলা ও শালগম ৮০ থেকে ১০০ টাকা, কাঁচামরিচ ৭০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে কুমড়া, পেঁপে, লাউ, গাজর, করলা, ঢেঁড়সসহ কিছু সবজির দাম ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি কম দামের মধ্যে রয়েছে আলু ও টমেটো। আলু কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা, টমেটো আকার ভেদে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

 

এদিকে গত বছরের এপ্রিলের সঙ্গে বর্তমান বাজার তুলনা করলে দামে অনেক তফাত দেখা যায়। সে সময় বেশিরভাগ সবজির দাম ১৫০ টাকার আশেপাশে ছিল। কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি ছিল।

 

যাত্রাবাড়ীর সবজি ব্যবসায়ী মনির হোসেন ঢাকা মেইলকে বলেন, শীত মওসুমে সবজির দাম অনেক কম ছিল। এতো কম দামে অন্তত এক দশকে ক্রেতারা সবজি কিনতে পারেনি।

তিনি বলেন, কোনো কোনো সবজি এতো কম দামে মার্কেটে ছাড়া হয়েছে এতে কৃষকরা লোকসানে পড়তে হয়েছে। বর্তমানে আনসিজন অর্থাৎ শীত শেষে গ্রীষ্ম চলে আসছে তাই দাম বেড়ে গেছে। এমন সময় প্রতি বছর এমন রূপই দেখা যায়।

 

কাউছার আলাম নামে অপর ব্যবসায়ী বলেন, এ বছর রমজান মাস পর্যন্ত শীতের সবজির ভালো সরবরাহ ছিল। ক্রেতারাও কম দামে কিনতে পেরে স্বস্তি পেয়েছেন। আর এখন গ্রীষ্মে সবজি চাষে অতিরিক্ত খরচ গুনতে হয়। তাই কৃষকরাও বেশি দামে বিক্রি করছেন।

 

এদিকে মাছ-মাংসের দাম আগের মতোই দেখা যায়। দুই একটি মাছের দাম কম-বেশি হয়েছে। বৈশাখ উপলক্ষ্যে ইলিশ মাছের চড়া দাম এখন অনেকটা কমেছে। এক সপ্তাহের মধ্যে ফার্মের মুরগির বাদামি ডিমের দাম ডজনে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। গত সপ্তাহে এক ডজন ডিম বিক্রি হয়েছিল ১১৫ থেকে ১২০ টাকায়, যা গতকাল ছিল ১২৫ থেকে ১৩০ টাকা। তবে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কিছুটা কম রয়েছে। আজ শুক্রবার এক কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা ও সোনালি মুরগি ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com