বীর মুক্তিযোদ্ধা নাহা কেন অবিচারের শিকার?

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম: রাখাল চন্দ্র নাহা এক চরম হতভাগা। একেবারে কিশোর বয়সে দেশের টানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ভাগ্য তাকে সহায়তা করেছিল। তাই বিজয়ীর বেশে মায়ের কোলে ফিরেছিল। চোখভরা স্বপ্ন ছিল, বুকভরা সাহস ছিল- স্বাধীন দেশে বীর মুক্তিযোদ্ধা হিসেবে মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-পুত্র পরিবার নিয়ে সুখের সংসার গড়বে। সদ্যস্বাধীন বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আকাশচুম্বী সম্মান পাবে, দেশের মানুষ বুকে আগলে রাখবে। দেশের মানুষ রাখাল চন্দ্র নাহার স্বপ্নে কখনো বাদ সাধেনি। বরং তার প্রত্যাশিত ভালোবাসা অনেকটাই পেয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের হাতে বঙ্গবন্ধু নিহত হলে প্রায় সব মুক্তিযোদ্ধা হয়ে পড়ে দিশাহারা। তাদের দেখার কেউ থাকে না, কেউ থাকে না সহমর্মিতা জানাবার। একসময় জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। জিয়া হত্যার পর আসেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদ এসেই ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান। ঘোষণায় যথেষ্ট চাকচিক্য ছিল। ছিল বুক ফুলে ওঠার মতো মাদকতা। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি। মুক্তিযোদ্ধারা যেন ধীরে ধীরে দেশের এক চরম বোঝায় পরিণত হতে থাকে। তাদের ভালোবাসা দিয়ে বুকে আগলে রাখার তেমন কেউ ছিল না। যারা ক্ষমতার ডালপালার সঙ্গে যুক্ত তাদের মুক্তিযোদ্ধাদের আগলে রাখার কথা নয়। বিশেষ করে যে সমাজপতিদের অঙ্গুলি হেলনে একসময় সমাজ চলত, মুক্তিযুদ্ধে তারা প্রায় সবাই পিছিয়ে পড়ে। রাতারাতি মুক্তিযোদ্ধারা মানুষের কাছে আদরণীয় ব্যক্তিত্বে পরিণত হন। অনেক নেতা ও সমাজপতি মুক্তিযুদ্ধের শুরুতে যারা পালিয়ে দেশ ছেড়েছিলেন যুদ্ধ শেষে দেশে ফিরে দেখেন তাদের অবর্তমানে ছাত্র-যুবক, কৃষক-শ্রমিক মুক্তিযোদ্ধারা সাধারণ মানুষের ভরসাস্থলে পরিণত হয়েছেন। যুদ্ধ করে হানাদারদের আক্রমণের হাত থেকে বাঁচানোয় দুঃখী দরিদ্র মানুষের আস্থা-ভালোবাসার অন্ত নেই। দুই হাতে তারা আগলে আছেন মুক্তিযোদ্ধাদের। যে নেতা যে সমাজপতি ছোট্ট একটা ছেলেকে দেখে গেছেন সে যে নয় মাসে অত বড় হয়েছে তা তারা ভাবতেও পারেননি। রাজনৈতিক ক্ষেত্রেও যেসব রাজনীতিবিদ সর্বস্ব দিয়ে দেশকে মুক্তিযুদ্ধের পর্যায়ে টেনে নিয়েছিলেন, যুদ্ধ ক্ষেত্রে তারাও কিছুটা পিছিয়ে পড়েছিলেন। জীবন দেওয়া-নেওয়া সবটাতে এগিয়ে ছিল একেবারে ভুখানাঙ্গা জনগণ, সাধারণ ছাত্র-যুবক, জেলে-তাঁতি, খেতমজুর। অনেক বড় বড় গবেষক দার্শনিক রাজনৈতিক চিন্তাবিদও চিন্তাও করতে পারেননি কী থেকে কী হয়ে গেল! রাস্তার অবহেলিত সাধারণ মানুষটা মুক্তিযুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে মহামূল্যবান হীরার টুকরায় পরিণত হয়েছে। আমার কথাই ধরুন, যারা আমাকে অতি সাধারণ ছাত্র বড়জোর ছাত্রনেতা হিসেবে বিবেচনা করেছেন, তারাই যুদ্ধ শেষে দেশে ফিরে দেখলেন ৬ ফুট ২ ইঞ্চি লম্বা তালপাত সিং যথার্থই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। স্বাধীনতাযুদ্ধের অত বিশাল অবদানের কথা সরাসরি অস্বীকার করতে পারছিলেন না, আবার সাধারণ মানুষের কাছে ছোট হতেও পারছিলেন না। স্বাধীনতার আগে আগে যারা আমার নেতা ছিলেন স্বাধীনতার পরপরই তারা অনেকটা পিছিয়ে পড়েন। তাই পিছে থেকে আগে যেতে সবাই চেষ্টা করেছেন। চেষ্টা করায় কোনো দোষ ছিল না। কিন্তু দোষ ছিল অন্যায়ভাবে যা করেছেন তা। কুমিল্লার দেবিদ্বারের বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহা একেবারে হতদরিদ্র মানুষ। তার হয়তো আমার মতো সুবিধা বা অসুবিধা কোনোটাই ছিল না। কিন্তু তার পর্যায়ে সেও আশপাশের অনেকের চক্ষুশূল হয়েছিল। ১৯৯৯ সালে এক ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলায় আসামি হয়ে বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহা কারাগারে যায়। আমার এখনো সন্দেহ আছে কারাগারে যাওয়ার আগে রাখাল চন্দ্র নাহা এবং তার পরিবার-পরিজন কুমিল্লা শহর দেখেছিল কি না। সেই ১৯৯৯ সালে গ্রেফতার হয়ে আজও কারাগারে। মানুষের জীবনই বা কতটুকু। মুক্তিযুদ্ধে আমরা যদি বিফল হতাম তাহলে যেমন ধরে ধরে ফাঁসি দেওয়া হতো রাখাল চন্দ্র নাহার ব্যাপারটাও প্রায় সে রকম। স্বাধীনতার পরপরই হাই কোর্টের কয়েকটি রায় দেখেছিলাম, আইন দেখেছিলাম। সেখানে বলা হয়েছিল, কোনো মুক্তিযোদ্ধাকে মৃত্যুদন্ড দেওয়া যাবে না। সে যত বড় অপরাধই করুক; কোনো মুক্তিযোদ্ধা মৃত্যুদন্ডপ্রাপ্ত হবেন না। রাখাল চন্দ্র নাহাকে মৃত্যুদন্ডই দেওয়া হয়েছিল। আইনে বলা হয়েছে যে কোনো মুক্তিযোদ্ধা যে কোনো অপরাধে একবার দন্ড মওকুফ পাবেন। রাখাল চন্দ্র নাহার ক্ষেত্রে তা-ও করা হয়নি। আগে যাবজ্জীবন ছিল ২০ বছর। ১৪ বছর কারাগারে থাকলে আসামি মুক্তি পেত। কারাগারে ভালো আচরণ করলে সাজার মেয়াদ আরও কমে যেত। আমি জীবনে বহু কয়েদি দেখেছি। রাখাল চন্দ্র নাহার মতো ঈশ্বরভক্ত খুব একটা দেখিনি। একে তো কোনো বীর মুক্তিযোদ্ধাকে মৃত্যুদন্ড দেওয়া যাবে না, সংবিধানের এমন নির্দেশ অমান্য করে নাহাকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল। নাহা যে মামলায় দন্ডিত সে যে সেই হত্যা মামলার বিন্দুবিসর্গ জানে না এটা সবার কাছে ওপেন সিক্রেট। একে তো সে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার বিচারে কোনো রেয়াত পায়নি; দ্বিতীয়ত, বিচারপতি সাহাবুদ্দীন তাঁর এক নির্দেশে যাবজ্জীবন সাজা ২০ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করেছেন। তিনি মুক্তিযুদ্ধের সময় গোপালগঞ্জের ম্যাজিস্ট্রেট ছিলেন। যুদ্ধের সময় তাঁকেও পাকিস্তানের সেবাদাসের ভূমিকা পালন করতে হয়েছে। তিনি সৎ সরল নির্লোভ এ ব্যাপারে আমার কোনো কথা নেই। কিন্তু প্রধান বিচারপতি থেকে অস্থায়ী রাষ্ট্রপতি হয়ে আবার অস্থায়ী রাষ্ট্রপতির কর্মকাল শেষ করে প্রধান বিচারপতিতে ফিরে এসেছিলেন। কেন, কী প্রয়োজন ছিল উচ্চপদ থেকে নিম্নপদে ফিরে আসার- একে লোভ বলব না নির্লোভ বলব? বিচারপতি সাহাবুদ্দীনের নির্দেশে যাবজ্জীবনের মেয়াদ ২০ বছরের স্থলে ৩০ বছর করা হয়েছে। সেটাকে নিশ্চয়ই পুরনো সাজাপ্রাপ্তদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা নয়, এটা আইনের ভাষাও নয়, আইনও নয়, ন্যায়নীতিও নয়। সাহাবুদ্দীন আহমদের আদেশ বা অধ্যাদেশ জারির পর যাদের শাস্তি হয়েছে তাদের ক্ষেত্রে নিশ্চয়ই প্রযোজ্য হতে পারে। কিন্তু বীর মুক্তিযোদ্ধা নাহার বিচার তো অনেক আগেই হয়ে গেছে। তার ক্ষেত্রে কিছুতেই এটা প্রযোজ্য হতে পারে না। এমন হলে তো এক অপরাধের দুবার বিচার হয়- এটা সম্পূর্ণ আইনবিরোধী। সে বীর মুক্তিযোদ্ধা হিসেবে রেয়াত পায়নি। তাকে ফাঁসি দেওয়াটাই অন্যায় হয়েছে। তার ক্ষেত্রে যাবজ্জীবন ৩০ বছর হতে পারে না। তার ক্ষেত্রে যাবজ্জীবন হবে ২০ বছর এবং সেখান থেকে সে একজন মুক্তিযোদ্ধা হিসেবে অব্যাহতি পাবে। ৩০ বছর সাজা হলেও প্রকৃত অর্থে ২১ বছরের মতো জেলে থাকতে হয়। বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহা ১৯৯৯-এর মার্চ এপ্রিল থেকে জেলে। যখন মামলার রায় ঘোষণা করা হয়েছে তখন থেকে হিসাব করা হচ্ছে তার হাজত খাটার সময় বাদ দিয়ে, নাকি হাজতের দিন ধরে কিছুই বুঝতে পারছি না। সেদিন বীর মুক্তিযোদ্ধা মুমূর্ষু রাখাল চন্দ্র নাহাকে দেখতে কুমিল্লা হাসপাতালে গিয়েছিলাম। জেল কর্তৃপক্ষ তাকে হাসপাতালের প্রিজন সেলে রেখেছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতিতে কারা কর্তৃপক্ষ রাখাল চন্দ্র নাহাকে দেখার সুযোগ দিয়েছিলেন। কারা কর্তৃপক্ষ অসাধারণ সৌজন্য দেখিয়েছেন। কুমিল্লার জেল সুপার শাজাহান আহমেদ আমার টাঙ্গাইলের মানুষ। মুক্তিযুদ্ধের সময় খুবই ছোট ছিল। দেলদুয়ারের এলাচীপুর সেতুর পাড়ে তার বাড়ি। এলাচীপুর সেতুর পাশে মুক্তিযুদ্ধের সময় করটিয়ার জমিদার খসরু খান পন্নী, সেলিম খান পন্নী ও বাবুল খান পন্নীকে গ্রেফতার করে রাখা হয়েছিল। কয়েকদিন পর বিচারে খসরু খান এবং তার ছেলে সেলিম খান পন্নীর প্রত্যেককে ৫ টাকা জরিমানা এবং ৫ ঘা বেত মারা হয়েছিল। বাবুল খান পন্নী নির্বিবাদী হওয়ায় তার প্রতি কোনো অভিযোগ না থাকায় তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছিল। বাবুল খান পন্নী সা’দত মহাবিদ্যালয়ে বড় ভাই লতিফ সিদ্দিকীর সহপাঠী ছিলেন। একজন ভালো মানুষ তাই তাকে মুক্তি দেওয়া হয়েছিল। যে বাড়িতে জমিদারনন্দনরা ছিলেন তার ১০০ গজের মধ্যে কুমিল্লার বর্তমান জেল সুপার মো. শাজাহানের বাড়ি। তার আতিথেয়তা তার অপরিসীম ভদ্রতা আমার খুবই ভালো লেগেছে। কুমিল্লা সার্কিট হাউসে মোজাফ্ফর ন্যাপের কুমিল্লার সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছোট ভায়রা জনাব ফারুকের সঙ্গে দেখা হয়েছিল। অধ্যাপক মোজাফ্ফর আহমেদের মৃত্যুতে তাঁর জানাজায় শরিক হতে দেবিদ্বারের এলাহাবাদে গিয়েছিলাম। সে জানাজায় বলেছিলাম, শ্রদ্ধা করার মতো মানুষ কমে যাচ্ছে। অন্তর থেকে শ্রদ্ধা করার মতো একজন মানুষকে আমরা আজ চিরবিদায় জানালাম। কথাটি জনাব ফারুকের মনে দাগ কেটেছিল বলে ভদ্রলোক সাক্ষাতের সময় বললেন। ফেরার পথে কুমিল্লার নেতা জাহাঙ্গীর আলম সরকার ছুটে এসে জড়িয়ে ধরেছিল। আমি ওর কাছে বাহারের কথা জিজ্ঞেস করেছিলাম। বাহার এখন কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগার। একসময় আ ক ম বাহার ও প্রয়াত আফজল খানকে নিয়ে কুমিল্লা আলোড়িত হতো। এখন কিছুটা অন্য রকম চেহারা, কুমিল্লার পাখি ছিল আমাদের একেবারে কাছের মানুষ। স্বাধীনতার পর প্রথম যখন কুমিল্লায় গিয়েছিলাম তখন পাখি কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি অথবা সাধারণ সম্পাদক। সার্কিট হাউস থেকে কুমিল্লা হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা নাহাকে দেখতে গিয়েছিলাম। অনেক সাংবাদিক অনেক ক্যামেরা ছেঁকে ধরেছিল। তাদেরও আমার খুব ভালো লেগেছে। জীর্ণশীর্ণ রাখাল চন্দ্র নাহার সঙ্গে হাসপাতালের কয়েদখানার বেডের পাশে যখন বসে কথা বলছিলাম তখন তার স্ত্রী, ছেলে এবং একমাত্র মেয়ে পাগলের মতো ছুটে এসেছিল। বাবাকে জড়িয়ে ধরে নাহার মেয়ের কান্না আমাকে বিচলিত করেছে। দু-তিন বছরের বাচ্চা রেখে নাহা জেলে যায়। নাহার মেয়েও এখন দুই বাচ্চার মা। মানুষের এমন আকুল হওয়া কান্না সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। ঘণ্টাখানেক নাহার বিছানার পাশে কাটিয়ে ডাক্তারদের কাছে তার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিয়ে অনুরোধ করেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠিয়ে দিতে। কুমিল্লা হাসপাতাল ও জেল কর্তৃপক্ষ দুই দিন আগে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। শুনছি এখনো সিট পায়নি। সে যাই হোক, পেয়ে যাবে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ খুবই ভালো মানুষ। অসাধারণ তার দৃষ্টিভঙ্গি। বর্তমান ডিরেক্টর ব্রিগেডিয়ার নজরুল ইসলামও ভালো। তাই নাহার চিকিৎসা নিয়ে কোনো চিন্তা করছি না। সে সর্বোচ্চ চিকিৎসা পাবে এতে সন্দেহ নেই। চিন্তা করছি তার মুক্তি নিয়ে। একজন বীর মুক্তিযোদ্ধা কারাগারে মারা গেলে বঙ্গবন্ধুকন্যার সরকারের সবচেয়ে বড় বদনাম হবে, সবচেয়ে চরম কলঙ্ক হবে। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে একটি কথা বুঝলাম। তিনি বলেছেন, ভাই, আমি কি সব পারি? রাখাল চন্দ্র নাহার মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তির ব্যাপারে কয়েক মাস যাবৎ আইন মন্ত্রণালয়ে ফাইল পড়ে আছে। ঠিক আছে, দেখা যাক, মুক্তিযোদ্ধার ফাইল কত দিন পড়ে থাকে।

 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখাল চন্দ্র নাহাকে দেখতে এবং তাকে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দ্রুত প্রেরণের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিনসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

 

শনিবার উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক মুক্তিযোদ্ধা আবদুল গাফ্ফার চৌধুরীকে বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর স্ত্রীর পাশে সমাহিত করা হয়েছে। মনে হয় একমাত্র গাফ্ফার চৌধুরীকেই অনেকটা যথাযোগ্য মর্যাদা দেওয়া হলো। অন্যদেরও দেওয়া হয়েছে কিন্তু এতটা আন্তরিকভাবে নয়। গাফ্ফার চৌধুরী একজন কলমযোদ্ধা তাঁর ভূমিকা মোটেই ছোট করে দেখার সুযোগ নেই। রাখাল চন্দ্র নাহাও একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে কি ছোট করার সুযোগ বা অবকাশ আছে? মনে হয় নেই। তাই সরকারের কাছে বিনীত অনুরোধ, নাহা যাতে কারাগারে মৃত্যুবরণ না করে। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মুক্ত বায়ুতে মুক্ত আকাশের নিচে যাতে তার মৃত্যু হয় দেশবাসীর পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটাই আমার কামনা।

 

পদ্মা সেতু নিন্দার নয়, এটা বাংলাদেশের এক মহাগৌরব। কে করেছে বা কে করল এর চেয়ে বড় কথা বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। পদ্মা সেতু নিয়ে কারও গা-জ্বালা করার কথা নয়। তবে এটা যথাযথ হয়েছে কি না, নাকি ‘ইন্দুর বান্দরের’ পেট ভরেছে এসব নিয়ে নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে। তবে তা নিয়ে কাউকে চুবিয়ে মারা অথবা পদ্মা সেতু বর্জন করার কোনো মানে হয় না। এ সেতু নিয়ে আমাদের যথার্থই গর্ব করার কথা। তবে পদ্মা সেতুতে দুর্নীতির নামে যারা জেল খেটেছে, অপমানিত হয়েছে তাদের মান-সম্মান ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সরকারের উদ্যোগী হওয়া উচিত ছিল। তা কিন্তু হয়নি। বাংলাদেশ একজন যোগাযোগমন্ত্রী পেয়েছিল যাঁকে সকাল ৮টায় কর্মস্থলে পাওয়া যেত। কানাডার কোর্ট যখন তাঁকে দুর্নীতিমুক্ত ঘোষণা করল সেই যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন কিন্তু তাঁর মন্ত্রিত্ব ফিরে পাননি। আমার ভাতিজা আবুল হাসান চৌধুরী, সে কিন্তু তার সম্মান ফিরে পায়নি। একজন সচিবসহ যাঁরা জেলে ছিলেন তাঁদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। ২৫ জুন পদ্মা সেতুর শুভ উদ্বোধন হতে চলেছে। এর আগেই দুর্নীতির নামে ক্ষতিগ্রস্তদের সম্মান ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বিশেষ করে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মানসম্মানের দিক থেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা অবশ্যই দেখা উচিত, না হলে ভাবীকাল আমাদের অবিবেচক বলে দোষী সাব্যস্ত করবে।

লেখক : রাজনীতিক।

www.ksjleague.com          সূএ:বাংলাদেশ প্রতিদিন

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো : যুব ও ক্রীড়া উপদেষ্টা

» জাতি ক্রান্তি লগ্নে, ভালো নির্বাচন ছাড়া বিকল্প নেই: ইসি সানাউল্লাহ

» ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

» ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা

» ৭ কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

» অটোরিকশা চালকদের বিকেল পর্যন্ত অপেক্ষা করার আহ্বান

» আত্মসমর্পণকারী চরমপন্থি সদস্যকে কুপিয়ে হত্যা

» সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা বজায় রাখা জরুরি : তারেক রহমান

» অতিরিক্ত দেনমোহর দাবি: ছেলের হাতে বাবা খুন

» অস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেফতার

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বীর মুক্তিযোদ্ধা নাহা কেন অবিচারের শিকার?

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম: রাখাল চন্দ্র নাহা এক চরম হতভাগা। একেবারে কিশোর বয়সে দেশের টানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ভাগ্য তাকে সহায়তা করেছিল। তাই বিজয়ীর বেশে মায়ের কোলে ফিরেছিল। চোখভরা স্বপ্ন ছিল, বুকভরা সাহস ছিল- স্বাধীন দেশে বীর মুক্তিযোদ্ধা হিসেবে মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-পুত্র পরিবার নিয়ে সুখের সংসার গড়বে। সদ্যস্বাধীন বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আকাশচুম্বী সম্মান পাবে, দেশের মানুষ বুকে আগলে রাখবে। দেশের মানুষ রাখাল চন্দ্র নাহার স্বপ্নে কখনো বাদ সাধেনি। বরং তার প্রত্যাশিত ভালোবাসা অনেকটাই পেয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের হাতে বঙ্গবন্ধু নিহত হলে প্রায় সব মুক্তিযোদ্ধা হয়ে পড়ে দিশাহারা। তাদের দেখার কেউ থাকে না, কেউ থাকে না সহমর্মিতা জানাবার। একসময় জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। জিয়া হত্যার পর আসেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদ এসেই ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান। ঘোষণায় যথেষ্ট চাকচিক্য ছিল। ছিল বুক ফুলে ওঠার মতো মাদকতা। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি। মুক্তিযোদ্ধারা যেন ধীরে ধীরে দেশের এক চরম বোঝায় পরিণত হতে থাকে। তাদের ভালোবাসা দিয়ে বুকে আগলে রাখার তেমন কেউ ছিল না। যারা ক্ষমতার ডালপালার সঙ্গে যুক্ত তাদের মুক্তিযোদ্ধাদের আগলে রাখার কথা নয়। বিশেষ করে যে সমাজপতিদের অঙ্গুলি হেলনে একসময় সমাজ চলত, মুক্তিযুদ্ধে তারা প্রায় সবাই পিছিয়ে পড়ে। রাতারাতি মুক্তিযোদ্ধারা মানুষের কাছে আদরণীয় ব্যক্তিত্বে পরিণত হন। অনেক নেতা ও সমাজপতি মুক্তিযুদ্ধের শুরুতে যারা পালিয়ে দেশ ছেড়েছিলেন যুদ্ধ শেষে দেশে ফিরে দেখেন তাদের অবর্তমানে ছাত্র-যুবক, কৃষক-শ্রমিক মুক্তিযোদ্ধারা সাধারণ মানুষের ভরসাস্থলে পরিণত হয়েছেন। যুদ্ধ করে হানাদারদের আক্রমণের হাত থেকে বাঁচানোয় দুঃখী দরিদ্র মানুষের আস্থা-ভালোবাসার অন্ত নেই। দুই হাতে তারা আগলে আছেন মুক্তিযোদ্ধাদের। যে নেতা যে সমাজপতি ছোট্ট একটা ছেলেকে দেখে গেছেন সে যে নয় মাসে অত বড় হয়েছে তা তারা ভাবতেও পারেননি। রাজনৈতিক ক্ষেত্রেও যেসব রাজনীতিবিদ সর্বস্ব দিয়ে দেশকে মুক্তিযুদ্ধের পর্যায়ে টেনে নিয়েছিলেন, যুদ্ধ ক্ষেত্রে তারাও কিছুটা পিছিয়ে পড়েছিলেন। জীবন দেওয়া-নেওয়া সবটাতে এগিয়ে ছিল একেবারে ভুখানাঙ্গা জনগণ, সাধারণ ছাত্র-যুবক, জেলে-তাঁতি, খেতমজুর। অনেক বড় বড় গবেষক দার্শনিক রাজনৈতিক চিন্তাবিদও চিন্তাও করতে পারেননি কী থেকে কী হয়ে গেল! রাস্তার অবহেলিত সাধারণ মানুষটা মুক্তিযুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে মহামূল্যবান হীরার টুকরায় পরিণত হয়েছে। আমার কথাই ধরুন, যারা আমাকে অতি সাধারণ ছাত্র বড়জোর ছাত্রনেতা হিসেবে বিবেচনা করেছেন, তারাই যুদ্ধ শেষে দেশে ফিরে দেখলেন ৬ ফুট ২ ইঞ্চি লম্বা তালপাত সিং যথার্থই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। স্বাধীনতাযুদ্ধের অত বিশাল অবদানের কথা সরাসরি অস্বীকার করতে পারছিলেন না, আবার সাধারণ মানুষের কাছে ছোট হতেও পারছিলেন না। স্বাধীনতার আগে আগে যারা আমার নেতা ছিলেন স্বাধীনতার পরপরই তারা অনেকটা পিছিয়ে পড়েন। তাই পিছে থেকে আগে যেতে সবাই চেষ্টা করেছেন। চেষ্টা করায় কোনো দোষ ছিল না। কিন্তু দোষ ছিল অন্যায়ভাবে যা করেছেন তা। কুমিল্লার দেবিদ্বারের বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহা একেবারে হতদরিদ্র মানুষ। তার হয়তো আমার মতো সুবিধা বা অসুবিধা কোনোটাই ছিল না। কিন্তু তার পর্যায়ে সেও আশপাশের অনেকের চক্ষুশূল হয়েছিল। ১৯৯৯ সালে এক ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলায় আসামি হয়ে বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহা কারাগারে যায়। আমার এখনো সন্দেহ আছে কারাগারে যাওয়ার আগে রাখাল চন্দ্র নাহা এবং তার পরিবার-পরিজন কুমিল্লা শহর দেখেছিল কি না। সেই ১৯৯৯ সালে গ্রেফতার হয়ে আজও কারাগারে। মানুষের জীবনই বা কতটুকু। মুক্তিযুদ্ধে আমরা যদি বিফল হতাম তাহলে যেমন ধরে ধরে ফাঁসি দেওয়া হতো রাখাল চন্দ্র নাহার ব্যাপারটাও প্রায় সে রকম। স্বাধীনতার পরপরই হাই কোর্টের কয়েকটি রায় দেখেছিলাম, আইন দেখেছিলাম। সেখানে বলা হয়েছিল, কোনো মুক্তিযোদ্ধাকে মৃত্যুদন্ড দেওয়া যাবে না। সে যত বড় অপরাধই করুক; কোনো মুক্তিযোদ্ধা মৃত্যুদন্ডপ্রাপ্ত হবেন না। রাখাল চন্দ্র নাহাকে মৃত্যুদন্ডই দেওয়া হয়েছিল। আইনে বলা হয়েছে যে কোনো মুক্তিযোদ্ধা যে কোনো অপরাধে একবার দন্ড মওকুফ পাবেন। রাখাল চন্দ্র নাহার ক্ষেত্রে তা-ও করা হয়নি। আগে যাবজ্জীবন ছিল ২০ বছর। ১৪ বছর কারাগারে থাকলে আসামি মুক্তি পেত। কারাগারে ভালো আচরণ করলে সাজার মেয়াদ আরও কমে যেত। আমি জীবনে বহু কয়েদি দেখেছি। রাখাল চন্দ্র নাহার মতো ঈশ্বরভক্ত খুব একটা দেখিনি। একে তো কোনো বীর মুক্তিযোদ্ধাকে মৃত্যুদন্ড দেওয়া যাবে না, সংবিধানের এমন নির্দেশ অমান্য করে নাহাকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল। নাহা যে মামলায় দন্ডিত সে যে সেই হত্যা মামলার বিন্দুবিসর্গ জানে না এটা সবার কাছে ওপেন সিক্রেট। একে তো সে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার বিচারে কোনো রেয়াত পায়নি; দ্বিতীয়ত, বিচারপতি সাহাবুদ্দীন তাঁর এক নির্দেশে যাবজ্জীবন সাজা ২০ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করেছেন। তিনি মুক্তিযুদ্ধের সময় গোপালগঞ্জের ম্যাজিস্ট্রেট ছিলেন। যুদ্ধের সময় তাঁকেও পাকিস্তানের সেবাদাসের ভূমিকা পালন করতে হয়েছে। তিনি সৎ সরল নির্লোভ এ ব্যাপারে আমার কোনো কথা নেই। কিন্তু প্রধান বিচারপতি থেকে অস্থায়ী রাষ্ট্রপতি হয়ে আবার অস্থায়ী রাষ্ট্রপতির কর্মকাল শেষ করে প্রধান বিচারপতিতে ফিরে এসেছিলেন। কেন, কী প্রয়োজন ছিল উচ্চপদ থেকে নিম্নপদে ফিরে আসার- একে লোভ বলব না নির্লোভ বলব? বিচারপতি সাহাবুদ্দীনের নির্দেশে যাবজ্জীবনের মেয়াদ ২০ বছরের স্থলে ৩০ বছর করা হয়েছে। সেটাকে নিশ্চয়ই পুরনো সাজাপ্রাপ্তদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা নয়, এটা আইনের ভাষাও নয়, আইনও নয়, ন্যায়নীতিও নয়। সাহাবুদ্দীন আহমদের আদেশ বা অধ্যাদেশ জারির পর যাদের শাস্তি হয়েছে তাদের ক্ষেত্রে নিশ্চয়ই প্রযোজ্য হতে পারে। কিন্তু বীর মুক্তিযোদ্ধা নাহার বিচার তো অনেক আগেই হয়ে গেছে। তার ক্ষেত্রে কিছুতেই এটা প্রযোজ্য হতে পারে না। এমন হলে তো এক অপরাধের দুবার বিচার হয়- এটা সম্পূর্ণ আইনবিরোধী। সে বীর মুক্তিযোদ্ধা হিসেবে রেয়াত পায়নি। তাকে ফাঁসি দেওয়াটাই অন্যায় হয়েছে। তার ক্ষেত্রে যাবজ্জীবন ৩০ বছর হতে পারে না। তার ক্ষেত্রে যাবজ্জীবন হবে ২০ বছর এবং সেখান থেকে সে একজন মুক্তিযোদ্ধা হিসেবে অব্যাহতি পাবে। ৩০ বছর সাজা হলেও প্রকৃত অর্থে ২১ বছরের মতো জেলে থাকতে হয়। বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহা ১৯৯৯-এর মার্চ এপ্রিল থেকে জেলে। যখন মামলার রায় ঘোষণা করা হয়েছে তখন থেকে হিসাব করা হচ্ছে তার হাজত খাটার সময় বাদ দিয়ে, নাকি হাজতের দিন ধরে কিছুই বুঝতে পারছি না। সেদিন বীর মুক্তিযোদ্ধা মুমূর্ষু রাখাল চন্দ্র নাহাকে দেখতে কুমিল্লা হাসপাতালে গিয়েছিলাম। জেল কর্তৃপক্ষ তাকে হাসপাতালের প্রিজন সেলে রেখেছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতিতে কারা কর্তৃপক্ষ রাখাল চন্দ্র নাহাকে দেখার সুযোগ দিয়েছিলেন। কারা কর্তৃপক্ষ অসাধারণ সৌজন্য দেখিয়েছেন। কুমিল্লার জেল সুপার শাজাহান আহমেদ আমার টাঙ্গাইলের মানুষ। মুক্তিযুদ্ধের সময় খুবই ছোট ছিল। দেলদুয়ারের এলাচীপুর সেতুর পাড়ে তার বাড়ি। এলাচীপুর সেতুর পাশে মুক্তিযুদ্ধের সময় করটিয়ার জমিদার খসরু খান পন্নী, সেলিম খান পন্নী ও বাবুল খান পন্নীকে গ্রেফতার করে রাখা হয়েছিল। কয়েকদিন পর বিচারে খসরু খান এবং তার ছেলে সেলিম খান পন্নীর প্রত্যেককে ৫ টাকা জরিমানা এবং ৫ ঘা বেত মারা হয়েছিল। বাবুল খান পন্নী নির্বিবাদী হওয়ায় তার প্রতি কোনো অভিযোগ না থাকায় তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছিল। বাবুল খান পন্নী সা’দত মহাবিদ্যালয়ে বড় ভাই লতিফ সিদ্দিকীর সহপাঠী ছিলেন। একজন ভালো মানুষ তাই তাকে মুক্তি দেওয়া হয়েছিল। যে বাড়িতে জমিদারনন্দনরা ছিলেন তার ১০০ গজের মধ্যে কুমিল্লার বর্তমান জেল সুপার মো. শাজাহানের বাড়ি। তার আতিথেয়তা তার অপরিসীম ভদ্রতা আমার খুবই ভালো লেগেছে। কুমিল্লা সার্কিট হাউসে মোজাফ্ফর ন্যাপের কুমিল্লার সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছোট ভায়রা জনাব ফারুকের সঙ্গে দেখা হয়েছিল। অধ্যাপক মোজাফ্ফর আহমেদের মৃত্যুতে তাঁর জানাজায় শরিক হতে দেবিদ্বারের এলাহাবাদে গিয়েছিলাম। সে জানাজায় বলেছিলাম, শ্রদ্ধা করার মতো মানুষ কমে যাচ্ছে। অন্তর থেকে শ্রদ্ধা করার মতো একজন মানুষকে আমরা আজ চিরবিদায় জানালাম। কথাটি জনাব ফারুকের মনে দাগ কেটেছিল বলে ভদ্রলোক সাক্ষাতের সময় বললেন। ফেরার পথে কুমিল্লার নেতা জাহাঙ্গীর আলম সরকার ছুটে এসে জড়িয়ে ধরেছিল। আমি ওর কাছে বাহারের কথা জিজ্ঞেস করেছিলাম। বাহার এখন কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগার। একসময় আ ক ম বাহার ও প্রয়াত আফজল খানকে নিয়ে কুমিল্লা আলোড়িত হতো। এখন কিছুটা অন্য রকম চেহারা, কুমিল্লার পাখি ছিল আমাদের একেবারে কাছের মানুষ। স্বাধীনতার পর প্রথম যখন কুমিল্লায় গিয়েছিলাম তখন পাখি কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি অথবা সাধারণ সম্পাদক। সার্কিট হাউস থেকে কুমিল্লা হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা নাহাকে দেখতে গিয়েছিলাম। অনেক সাংবাদিক অনেক ক্যামেরা ছেঁকে ধরেছিল। তাদেরও আমার খুব ভালো লেগেছে। জীর্ণশীর্ণ রাখাল চন্দ্র নাহার সঙ্গে হাসপাতালের কয়েদখানার বেডের পাশে যখন বসে কথা বলছিলাম তখন তার স্ত্রী, ছেলে এবং একমাত্র মেয়ে পাগলের মতো ছুটে এসেছিল। বাবাকে জড়িয়ে ধরে নাহার মেয়ের কান্না আমাকে বিচলিত করেছে। দু-তিন বছরের বাচ্চা রেখে নাহা জেলে যায়। নাহার মেয়েও এখন দুই বাচ্চার মা। মানুষের এমন আকুল হওয়া কান্না সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। ঘণ্টাখানেক নাহার বিছানার পাশে কাটিয়ে ডাক্তারদের কাছে তার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিয়ে অনুরোধ করেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠিয়ে দিতে। কুমিল্লা হাসপাতাল ও জেল কর্তৃপক্ষ দুই দিন আগে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। শুনছি এখনো সিট পায়নি। সে যাই হোক, পেয়ে যাবে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ খুবই ভালো মানুষ। অসাধারণ তার দৃষ্টিভঙ্গি। বর্তমান ডিরেক্টর ব্রিগেডিয়ার নজরুল ইসলামও ভালো। তাই নাহার চিকিৎসা নিয়ে কোনো চিন্তা করছি না। সে সর্বোচ্চ চিকিৎসা পাবে এতে সন্দেহ নেই। চিন্তা করছি তার মুক্তি নিয়ে। একজন বীর মুক্তিযোদ্ধা কারাগারে মারা গেলে বঙ্গবন্ধুকন্যার সরকারের সবচেয়ে বড় বদনাম হবে, সবচেয়ে চরম কলঙ্ক হবে। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে একটি কথা বুঝলাম। তিনি বলেছেন, ভাই, আমি কি সব পারি? রাখাল চন্দ্র নাহার মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তির ব্যাপারে কয়েক মাস যাবৎ আইন মন্ত্রণালয়ে ফাইল পড়ে আছে। ঠিক আছে, দেখা যাক, মুক্তিযোদ্ধার ফাইল কত দিন পড়ে থাকে।

 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখাল চন্দ্র নাহাকে দেখতে এবং তাকে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দ্রুত প্রেরণের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিনসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

 

শনিবার উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক মুক্তিযোদ্ধা আবদুল গাফ্ফার চৌধুরীকে বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর স্ত্রীর পাশে সমাহিত করা হয়েছে। মনে হয় একমাত্র গাফ্ফার চৌধুরীকেই অনেকটা যথাযোগ্য মর্যাদা দেওয়া হলো। অন্যদেরও দেওয়া হয়েছে কিন্তু এতটা আন্তরিকভাবে নয়। গাফ্ফার চৌধুরী একজন কলমযোদ্ধা তাঁর ভূমিকা মোটেই ছোট করে দেখার সুযোগ নেই। রাখাল চন্দ্র নাহাও একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে কি ছোট করার সুযোগ বা অবকাশ আছে? মনে হয় নেই। তাই সরকারের কাছে বিনীত অনুরোধ, নাহা যাতে কারাগারে মৃত্যুবরণ না করে। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মুক্ত বায়ুতে মুক্ত আকাশের নিচে যাতে তার মৃত্যু হয় দেশবাসীর পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটাই আমার কামনা।

 

পদ্মা সেতু নিন্দার নয়, এটা বাংলাদেশের এক মহাগৌরব। কে করেছে বা কে করল এর চেয়ে বড় কথা বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। পদ্মা সেতু নিয়ে কারও গা-জ্বালা করার কথা নয়। তবে এটা যথাযথ হয়েছে কি না, নাকি ‘ইন্দুর বান্দরের’ পেট ভরেছে এসব নিয়ে নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে। তবে তা নিয়ে কাউকে চুবিয়ে মারা অথবা পদ্মা সেতু বর্জন করার কোনো মানে হয় না। এ সেতু নিয়ে আমাদের যথার্থই গর্ব করার কথা। তবে পদ্মা সেতুতে দুর্নীতির নামে যারা জেল খেটেছে, অপমানিত হয়েছে তাদের মান-সম্মান ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সরকারের উদ্যোগী হওয়া উচিত ছিল। তা কিন্তু হয়নি। বাংলাদেশ একজন যোগাযোগমন্ত্রী পেয়েছিল যাঁকে সকাল ৮টায় কর্মস্থলে পাওয়া যেত। কানাডার কোর্ট যখন তাঁকে দুর্নীতিমুক্ত ঘোষণা করল সেই যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন কিন্তু তাঁর মন্ত্রিত্ব ফিরে পাননি। আমার ভাতিজা আবুল হাসান চৌধুরী, সে কিন্তু তার সম্মান ফিরে পায়নি। একজন সচিবসহ যাঁরা জেলে ছিলেন তাঁদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। ২৫ জুন পদ্মা সেতুর শুভ উদ্বোধন হতে চলেছে। এর আগেই দুর্নীতির নামে ক্ষতিগ্রস্তদের সম্মান ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বিশেষ করে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মানসম্মানের দিক থেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা অবশ্যই দেখা উচিত, না হলে ভাবীকাল আমাদের অবিবেচক বলে দোষী সাব্যস্ত করবে।

লেখক : রাজনীতিক।

www.ksjleague.com          সূএ:বাংলাদেশ প্রতিদিন

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com