রুখসানা রিমি :
কুয়াশাচ্ছন্ন শীতের পরশ…
কী চমৎকার মিষ্টি অনুভূতি!
অথচ সারাক্ষণ নিজেকে যেনো
ফাঁকা ফাঁকা মনে হলো!
শৈশবে বিকেলে ঘুম থেকে উঠে
বাড়িতে দেখতাম কেউ নেই!
নিজেকে তখন যেমন নিঃসঙ্গ মনে হতো
সুন্দর বিকালটা যেমন বিষণ্ন মনে হতো
সবকিছু যেমন অন্তঃসারশূন্য মনে হতো…
তেমনই মনে হলো
কুয়াশার স্নেহমাখা দিনটা!
আমিতো নগণ্য এক ক্ষুদ্রকণা
অনুরাগের আলো তাই দেখতে পাই না!
আমারতো নিত্য চলার স্বাচ্ছন্দ্য নেই!
সত্য বলার শীতলপাটি নেই!
সুন্দরকে সুন্দরভাবে
দেখারও তেমন যোগ্যতা নেই!
তাইতো আমার সকালটা এখন আর
অনুরাগের পুষ্প ছড়ায় না!
দুপুর কাটে না রোকেয়ার তেজস্বীতায়।
সন্ধ্যায় হেসে ওঠে না বনলতা চোখ!
আজন্ম লালিত প্রত্যাশার স্বপ্নগুলো
ঝিমায় এখন বিষাদের দোলনায়!
Facebook Comments Box