মুম্বাইতে দামি বাড়িতে থাকেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অজয় দেবগণ ও কাজল। এর বাইরে বিভিন্ন জায়গায় তাদের বাড়ি রয়েছে। এবার মুম্বাইয়ের জুহু এলাকায় আরও দুটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ নায়িকা কাজল। জুহুর একটি বহুতল আবাসাসনের দশম তলায় অবস্থিত ওই ফ্ল্যাট দুটি।
নায়িকা কত টাকা খরচ করলেন এ বাবদ? ভারতীয় মিডিয়া সূত্রে খবর, ফ্ল্যাট দুটি কিনতে কাজলকে মোট খরচ করতে হয়েছে ১১ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে একটি ফ্ল্যাটের আয়তন ১০৯২ বর্গফুট। সেটির জন্য মোট ৫ কোটি ৮৬ লাখ টাকা খরচ করেছেন অভিনেত্রী। এই ফ্ল্যাট রেজিস্ট্রি করতে কাজলকে কেবল স্টাম্প ডিউটি দিতে হয়েছে ২৯ লাখ ৩২ হাজার টাকা।
দ্বিতীয় ফ্ল্যাটটি অপেক্ষাকৃত দামি এবং আয়তনে বড়। ১১৫৭.৭৫ বর্গফুটের ওই ফ্ল্যাটের জন্য ৬ কোটি ৯ লাখ টাকা খরচ করেছেন কাজল। এই ফ্ল্যাটের জন্য ৩০ লাখ ৪৫ হাজার টাকা স্টাম্প ডিউটি চুকিয়েছেন নায়িকা। গত মাসের ১২ এবং ১৩ তারিখে দুটি ফ্ল্যাট রেজিস্ট্রি করেছেন অজয় ঘরণী।
আপতত স্বামী ও ছেলেকে নিয়ে শিব শক্তি বাংলোতে থাকেন কাজল। বিদেশে পড়াশোনা করছেন তাদের মেয়ে নাইসা। কাজলকে শেষ বড় পর্দায় শেষ দেখা গেছে ‘তানাজি’ ছবিতে। গত বছর নেটফ্লিক্সের ‘ত্রিভঙ্গা’ ছবিতে কাজ করেছেন অভিনেত্রী।,