বিরতি থেকে ফিরেই সাকিবের জোড়া আঘাত

মধ্যাহ্ন বিরতির পর ফিরেই উইকেটের দেখা পেল বাংলাদেশ। সাকিব আল হাসানের দ্বিতীয় বলে বোল্ড হন রমেশ মেন্ডিস। পরের বলেই এলবিডব্লিউ করে ফেরান এম্বুলডেনিয়াকে।  সাকিবের আর্ম বলে পুল করতে চেয়েছিলেন মেন্ডিস। কিন্তু বল নিচু হয়ে আসায় ব্যাট মিস করে উইকেট ভেঙে দেয়। ৮ বলে ১ রান করেন রমেশ। পরের বলেই লাসিথ এম্বুলবেদনিয়া পরাস্ত হন। সাকিবের কুইকার আঘাত হানে ব্যাক প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন এম্বুলদেনিয়া। কাজে আসেনি। শূন্য রানে ফেরেন তিনি। এটি সাকিবের তৃতীয় শিকার। 

স্কোর: শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ৩৩৫/৮ (১১৮ ওভার) 

 

নাঈমের ঘূর্ণিতে স্বস্তিতে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

দিনের শুরু থেকে শাসন করে গেছেন লঙ্কানরা। রানের চাকা সচল রেখেছিলেন তাদের ব্যাটসম্যানরা। অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্দিমালের জুটিতে দলীয় স্কোর ৩০০ পার হয়ে যায়। চান্দিমাল ফিফটি করে আরো আগ্রাসী হন। মধ্যাহ্ন বিরতির দুই ওভার  আগেই নাঈম আসেন ত্রাতা হয়ে। ১১৪তম ওভারে নাঈম ফেরান সেট ব্যাটসম্যান চান্দিমালকে ও নতুন ব্যাটসম্যান নিরোশান ডিকবেলাকে। তাতেই স্বস্তিতে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় দিন প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৩২৭। এদিন প্রথম সেশনে সফরকারীরা ৬৯ রান তোলে ২ উইকেট হারিয়ে। গলার কাঁটা হয়ে ক্রিজে আছেন ম্যাথুজ। তিনি অপরাজিত আছেন ১৪৭ রানে।

 

এক ওভারে জোড়া উইকেট নাঈমের, ম্যাচে ফিরল বাংলাদেশ

চান্দিমালকে এলবিডব্লিউ করে ফেরানোর পর একই ওভারে নিরোশান ডিকবেলাকে বোল্ড করেন নাঈম হাসান। নাঈমের লেন্থ বলে কাট করতে চেয়েছিলেন, কিন্তু জায়গা নিয়ে ব্যাট চালাতেই বল আঘাত হানে স্টাম্পে। ৩ বলে ৩ রান করে ফেরেন ডিকবেলা। নাঈমের এটি চতুর্থ শিকার।

 

অবশেষে নাঈমের ঘূর্ণিতে পরাস্ত চান্দিমাল

ম্যাথুজের সঙ্গে জুটি গড়ে বেশ ভোগাচ্ছিলেন দিনেশ চান্দিমাল। ফিফটিও তুলে নিয়েছিলেন। অবশেষে তাকে থামালেন নাঈম হাসান। এলবিডব্লিউ করে ফেরান সাজঘরে। রিভিউ নিয়েছিলেন চান্দিমাল, তবে কাজে আসেনি। ২ চার ও ৩ ছয়ে ১৪৮ বলে ৬৬ রান করেন চান্দিমাল। নাঈমকে রিভার্স সুইপ করতে গিয়েই আউট হন চান্দিমাল। তার আউটে ভেঙে যায় ১৩৬ রানের জুটি। স্বস্তি আসে বাংলাদেশ শিবিরে।

 

স্বাগতিকদের নির্বিষ বোলিং, ৩০০ পেরোলো শ্রীলঙ্কা 

পেসার-স্পিনার কোনো কিছুতেই কাজে আসছে না। সমানতালে রান তুলে যাচ্ছেন শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল-অ্যাঞ্জেলো ম্যাথুজ। ১০৮.৪ ওভারে তাইজুলকে চার মেরে ৩০০ পার করেন চান্দিমাল, এক বল ডট দিয়ে এগিয়ে এসে আবার ৬। এভাবেই দিনের শুরু থেকে স্বাগতিক বোলারদের শাসন করে যাচ্ছেন দুজনে। চান্দিমাল ফিফটি তুলে নিয়েছেন আর ম্যাথুজ আছেন দেড়শর পথে।

 

চান্দিমালের ফিফটি, দেড়শর পথে ম্যাথুজ

তাইজুল ইসলামকে লং অনে ড্রাইব করে সিঙ্গেল নেন দিনেশ চান্দিমাল। ১২৮ বলে দেখা পেয়ে যান ২১তম ফিফটির। ম্যাথুজের সঙ্গে চান্দিমালের গড়া জুটি ভাবাচ্ছে বাংলাদেশকে। দুজনের জুটি ইতিমধ্যে পেরিয়ে গেছে শতরান। এদিকে ১১৪ রানে দিন শুরু করা ম্যাথুজ আছেন দেড়শর পথে। ১৩৫ রানে ব্যাট করছেন এই অলরাউন্ডার।

 

দিনের শুরুতেই শতরানের জুটি, এগোচ্ছে শ্রীলঙ্কা

৭৫ রানের জুটি নিয়ে দিন শুরু করেছিলেন ম্যাথুজ-চান্দিমা। প্রথম ঘণ্টা না পেরোতেই জুটি তিন অঙ্কের ঘর পার করে। ২০৭ বলে দুজনের জুটি ১০০ স্পর্শ। দুজনে খেলছেন সাবলীলভাবে। বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছেন দলকে। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছেন তবে বাউন্ডারিও আদায় করে নিচ্ছেন। পেসার-স্পিনার কোনো কিছুতেই কাজে আসছে না।

 

শুরুতেই ম্যাথুজকে আউটের সুযোগ হাতছাড়া 

দিনের চতুর্থ ওভারে ম্যাথুজকে আউটের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। খালেদের বল তার ব্যাট ছুঁয়ে যায় লিটনের গ্লাভসে। কিন্তু কেউই বুঝতে পারেননি এটি। আবেদনও করেননি কোনো ফিল্ডার। ১১৯ রানে বেঁচে যান ম্যাথুজ। এর আগের দিন ৬৯ রানে জীবন পেয়েছিলেন। আজ শুরুতেই ম্যাথুজকে ফেরাতে পারলে বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় থাকতো।

লঙ্কানদের দ্রুত অলআউটের লক্ষ্যে মাঠে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন সোমবার (১৬ মে) মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। স্বাগতিকদের চাওয়া তাদের দ্রুত অলআউট করে ৪০০ রানের নিচে আটকে দেওয়া। ম্যাথুজ ১১৪ ও চান্দিমাল ৩৪ রানে দ্বিতীয় দিন শুরু করেন।

৪০০ রানে লঙ্কানদের আটকে রাখতে চান হেরাথ 

উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক হলেও বাংলাদেশের স্পিন কোচ হেরাথ মনে করেন তাদের ৪০০ রানের নিচে আটকানো সম্ভব। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে শ্রীলঙ্কান এ কোচ বলেছেন, ‘আমরা যদি সকালে দ্রুত ২ উইকেট তুলে নিতে পারি তাহলে ম্যাচে প্রভাব বিস্তার করতে পারবো। ৪০০ এর নিচে আটকে রাখতে পারবো। তাদেরকে আরও ১২০-১৩০ রানের ভেতরে অলআউট করতে হবে আমাদের।’

 

সেঞ্চুরিয়ান ম্যাথুজের লক্ষ্য ৫০০

১১৪ রান নিয়ে সেঞ্চুরিয়ান ম্যাথুজ দিনের খেলা শেষ করেছেন। তার সঙ্গী চান্দিমাল অপরাজিত ৩৪ রানে। তাদের থেকে বড় কিছুর প্রত্যাশায় আছেন সতীর্থ কুশল মেন্ডিস। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে মেন্ডিস বলেছেন, ‘আমি মনে করি ২৫৮ রান প্রথম দিন বিবেচনায় ভালো স্কোর। আমি মনে করি ৪০০ বা ৫০০ এর বেশি রান এই উইকেটে ভালো পুঁজি। তবে আমরা ৫০০ এর বেশি রান করতে চাই।’

 

ভালো অবস্থায় থেকে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা 

অ্যাঞ্জেলো ম্যাথুজের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থায় আছে শ্রীলঙ্কা। ৯০ ওভার শেষে দলটির সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান। দুজনের অপরাজিত জুটি থেকে আসে ১৪৮ বলে ৭৫ রান। প্রথম সেশন বাংলাদেশের দারুণ কাটে। দুটি উইকেট নেন নাঈম। তবে দ্বিতীয় সেশনে দেখা মেলেনি উইকেটের। তৃতীয় ও শেষ সেশনে ২ উইকেট নিলেও এক প্রান্তে আগলে রাখেন ম্যাথুজ। সেঞ্চুরি তুলে নিয়ে দলকে শক্ত অবস্থানে রেখে তবে দিন শেষ করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ ২টি উইকেট নেন নাঈম হাসান। ১টি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান। উইকেটশূন্য ছিলেন দুই পেসার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।  সূত্র:রাইজিংবিডি.কম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফের সড়ক অবরোধ

» ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

» থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

» ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

» রাবির ভর্তির বিভাগ পছন্দক্রম ফরম পূরণের তারিখ ঘোষণা

» শুভ জন্মদিন ‘ক্রিকেট ঈশ্বর’

» মন্ত্রী-এমপির স্বজন যারা মনোনয়ন প্রত্যাহার করেনি, সময়মতো ব্যবস্থা: কাদের

» তিতাসের অভিযানে ৭৬টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

» ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে দুইজন নিহত

» আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিরতি থেকে ফিরেই সাকিবের জোড়া আঘাত

মধ্যাহ্ন বিরতির পর ফিরেই উইকেটের দেখা পেল বাংলাদেশ। সাকিব আল হাসানের দ্বিতীয় বলে বোল্ড হন রমেশ মেন্ডিস। পরের বলেই এলবিডব্লিউ করে ফেরান এম্বুলডেনিয়াকে।  সাকিবের আর্ম বলে পুল করতে চেয়েছিলেন মেন্ডিস। কিন্তু বল নিচু হয়ে আসায় ব্যাট মিস করে উইকেট ভেঙে দেয়। ৮ বলে ১ রান করেন রমেশ। পরের বলেই লাসিথ এম্বুলবেদনিয়া পরাস্ত হন। সাকিবের কুইকার আঘাত হানে ব্যাক প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন এম্বুলদেনিয়া। কাজে আসেনি। শূন্য রানে ফেরেন তিনি। এটি সাকিবের তৃতীয় শিকার। 

স্কোর: শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ৩৩৫/৮ (১১৮ ওভার) 

 

নাঈমের ঘূর্ণিতে স্বস্তিতে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

দিনের শুরু থেকে শাসন করে গেছেন লঙ্কানরা। রানের চাকা সচল রেখেছিলেন তাদের ব্যাটসম্যানরা। অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্দিমালের জুটিতে দলীয় স্কোর ৩০০ পার হয়ে যায়। চান্দিমাল ফিফটি করে আরো আগ্রাসী হন। মধ্যাহ্ন বিরতির দুই ওভার  আগেই নাঈম আসেন ত্রাতা হয়ে। ১১৪তম ওভারে নাঈম ফেরান সেট ব্যাটসম্যান চান্দিমালকে ও নতুন ব্যাটসম্যান নিরোশান ডিকবেলাকে। তাতেই স্বস্তিতে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় দিন প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৩২৭। এদিন প্রথম সেশনে সফরকারীরা ৬৯ রান তোলে ২ উইকেট হারিয়ে। গলার কাঁটা হয়ে ক্রিজে আছেন ম্যাথুজ। তিনি অপরাজিত আছেন ১৪৭ রানে।

 

এক ওভারে জোড়া উইকেট নাঈমের, ম্যাচে ফিরল বাংলাদেশ

চান্দিমালকে এলবিডব্লিউ করে ফেরানোর পর একই ওভারে নিরোশান ডিকবেলাকে বোল্ড করেন নাঈম হাসান। নাঈমের লেন্থ বলে কাট করতে চেয়েছিলেন, কিন্তু জায়গা নিয়ে ব্যাট চালাতেই বল আঘাত হানে স্টাম্পে। ৩ বলে ৩ রান করে ফেরেন ডিকবেলা। নাঈমের এটি চতুর্থ শিকার।

 

অবশেষে নাঈমের ঘূর্ণিতে পরাস্ত চান্দিমাল

ম্যাথুজের সঙ্গে জুটি গড়ে বেশ ভোগাচ্ছিলেন দিনেশ চান্দিমাল। ফিফটিও তুলে নিয়েছিলেন। অবশেষে তাকে থামালেন নাঈম হাসান। এলবিডব্লিউ করে ফেরান সাজঘরে। রিভিউ নিয়েছিলেন চান্দিমাল, তবে কাজে আসেনি। ২ চার ও ৩ ছয়ে ১৪৮ বলে ৬৬ রান করেন চান্দিমাল। নাঈমকে রিভার্স সুইপ করতে গিয়েই আউট হন চান্দিমাল। তার আউটে ভেঙে যায় ১৩৬ রানের জুটি। স্বস্তি আসে বাংলাদেশ শিবিরে।

 

স্বাগতিকদের নির্বিষ বোলিং, ৩০০ পেরোলো শ্রীলঙ্কা 

পেসার-স্পিনার কোনো কিছুতেই কাজে আসছে না। সমানতালে রান তুলে যাচ্ছেন শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল-অ্যাঞ্জেলো ম্যাথুজ। ১০৮.৪ ওভারে তাইজুলকে চার মেরে ৩০০ পার করেন চান্দিমাল, এক বল ডট দিয়ে এগিয়ে এসে আবার ৬। এভাবেই দিনের শুরু থেকে স্বাগতিক বোলারদের শাসন করে যাচ্ছেন দুজনে। চান্দিমাল ফিফটি তুলে নিয়েছেন আর ম্যাথুজ আছেন দেড়শর পথে।

 

চান্দিমালের ফিফটি, দেড়শর পথে ম্যাথুজ

তাইজুল ইসলামকে লং অনে ড্রাইব করে সিঙ্গেল নেন দিনেশ চান্দিমাল। ১২৮ বলে দেখা পেয়ে যান ২১তম ফিফটির। ম্যাথুজের সঙ্গে চান্দিমালের গড়া জুটি ভাবাচ্ছে বাংলাদেশকে। দুজনের জুটি ইতিমধ্যে পেরিয়ে গেছে শতরান। এদিকে ১১৪ রানে দিন শুরু করা ম্যাথুজ আছেন দেড়শর পথে। ১৩৫ রানে ব্যাট করছেন এই অলরাউন্ডার।

 

দিনের শুরুতেই শতরানের জুটি, এগোচ্ছে শ্রীলঙ্কা

৭৫ রানের জুটি নিয়ে দিন শুরু করেছিলেন ম্যাথুজ-চান্দিমা। প্রথম ঘণ্টা না পেরোতেই জুটি তিন অঙ্কের ঘর পার করে। ২০৭ বলে দুজনের জুটি ১০০ স্পর্শ। দুজনে খেলছেন সাবলীলভাবে। বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছেন দলকে। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছেন তবে বাউন্ডারিও আদায় করে নিচ্ছেন। পেসার-স্পিনার কোনো কিছুতেই কাজে আসছে না।

 

শুরুতেই ম্যাথুজকে আউটের সুযোগ হাতছাড়া 

দিনের চতুর্থ ওভারে ম্যাথুজকে আউটের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। খালেদের বল তার ব্যাট ছুঁয়ে যায় লিটনের গ্লাভসে। কিন্তু কেউই বুঝতে পারেননি এটি। আবেদনও করেননি কোনো ফিল্ডার। ১১৯ রানে বেঁচে যান ম্যাথুজ। এর আগের দিন ৬৯ রানে জীবন পেয়েছিলেন। আজ শুরুতেই ম্যাথুজকে ফেরাতে পারলে বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় থাকতো।

লঙ্কানদের দ্রুত অলআউটের লক্ষ্যে মাঠে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন সোমবার (১৬ মে) মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। স্বাগতিকদের চাওয়া তাদের দ্রুত অলআউট করে ৪০০ রানের নিচে আটকে দেওয়া। ম্যাথুজ ১১৪ ও চান্দিমাল ৩৪ রানে দ্বিতীয় দিন শুরু করেন।

৪০০ রানে লঙ্কানদের আটকে রাখতে চান হেরাথ 

উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক হলেও বাংলাদেশের স্পিন কোচ হেরাথ মনে করেন তাদের ৪০০ রানের নিচে আটকানো সম্ভব। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে শ্রীলঙ্কান এ কোচ বলেছেন, ‘আমরা যদি সকালে দ্রুত ২ উইকেট তুলে নিতে পারি তাহলে ম্যাচে প্রভাব বিস্তার করতে পারবো। ৪০০ এর নিচে আটকে রাখতে পারবো। তাদেরকে আরও ১২০-১৩০ রানের ভেতরে অলআউট করতে হবে আমাদের।’

 

সেঞ্চুরিয়ান ম্যাথুজের লক্ষ্য ৫০০

১১৪ রান নিয়ে সেঞ্চুরিয়ান ম্যাথুজ দিনের খেলা শেষ করেছেন। তার সঙ্গী চান্দিমাল অপরাজিত ৩৪ রানে। তাদের থেকে বড় কিছুর প্রত্যাশায় আছেন সতীর্থ কুশল মেন্ডিস। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে মেন্ডিস বলেছেন, ‘আমি মনে করি ২৫৮ রান প্রথম দিন বিবেচনায় ভালো স্কোর। আমি মনে করি ৪০০ বা ৫০০ এর বেশি রান এই উইকেটে ভালো পুঁজি। তবে আমরা ৫০০ এর বেশি রান করতে চাই।’

 

ভালো অবস্থায় থেকে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা 

অ্যাঞ্জেলো ম্যাথুজের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থায় আছে শ্রীলঙ্কা। ৯০ ওভার শেষে দলটির সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান। দুজনের অপরাজিত জুটি থেকে আসে ১৪৮ বলে ৭৫ রান। প্রথম সেশন বাংলাদেশের দারুণ কাটে। দুটি উইকেট নেন নাঈম। তবে দ্বিতীয় সেশনে দেখা মেলেনি উইকেটের। তৃতীয় ও শেষ সেশনে ২ উইকেট নিলেও এক প্রান্তে আগলে রাখেন ম্যাথুজ। সেঞ্চুরি তুলে নিয়ে দলকে শক্ত অবস্থানে রেখে তবে দিন শেষ করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ ২টি উইকেট নেন নাঈম হাসান। ১টি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান। উইকেটশূন্য ছিলেন দুই পেসার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।  সূত্র:রাইজিংবিডি.কম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com