সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো ফ্যাসিস্টকে নির্বাচন করতে দেওয়া হবে না। সেই নির্বাচনের মধ্যদিয়ে পুরানো বা নতুন কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
শনিবার (২৩ নভেম্বর) বরিশাল জেলা শিল্পকলায় আয়োজিত গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল বিভাগের ৭৯ শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে প্রদান করা হয়।
সারজিস আরও বলেন, যতদিন শহীদ পরিবার ও আহতরা থাকবেন ততদিন এই ফাউন্ডেশন চলবে। ভবিষ্যতে শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়া, প্রত্যেক পরিবারের একজনকে চাকরি, মাসিক সম্মানী দেওয়া হবে। এছাড়া শহীদ পরিবারের দাবি অনুযায়ী স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট দেওয়া হবে। পরবর্তীতে যে সরকারই ক্ষমতায় আসুক শহীদের যাতে স্বীকৃতি দেয় এজন্য এই উদ্যোগ বলে জানান তিনি।
সহায়তা প্রদান অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, সিভিল সার্জন মারিয়া হাসান উপস্থিত ছিলেন। সূএ: ঢাকা মেইল ডটকম