ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস উল্টে গোপী কান্ত ঘোষ নামের এক যাত্রী নিহত হয়।
আজ ভোররাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে।
হাইওয়ে পুলিশ জানায়, সোমবার ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল মামুন স্পেশাল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। পথে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা সিলেট মহাসড়কের ওপরে উল্টে পড়ে যায়। এতে তিন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিসৎক গোপী কান্ত ঘোষকে মৃত ঘোষণা করে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ বলেন, বাস উল্টো এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই বাসচালক ও হেলপার পালিয়ে গেছে।