মোহাম্মদ আসাদুল্লাহ
মূলঃ Edward Abbey(এডওয়ার্ড পল আবে)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
অবাস্তব পৃথিবীর দেয়ালের বাইরে…. আরেকটা বাস্তব পৃথিবী তোমার জন্যে অপেক্ষা করছে। সেটা হলো মরুভূমি, পর্বতমালা, বনভূমি, দ্বীপপুঞ্জ, উপকূল ও খোলা সমতল নিয়ে গঠিত পুরোনো সেই পৃথিবী।
তুমি সেখানে যাও ও বাস করো।
সেটির ওপরে তুমি নম্র ও শান্তভাবে গভীরভাবে হাটাহাটি করো। আমি চাই তোমার পায়ের চিহ্ন অস্পষ্ট, একাকী, সরু, আঁকাবাঁকা এবং কিছুটা বন্ধুর হোক। আমি চাই বাতাস বৃষ্টি বয়ে এনে নীল পাহাড়ের ওপারের পাহাড়গুলোর পাথরের গর্তগুলোকে ভরিয়ে দিক।
ঈশ্বরের কুকুর তোমার ক্যাম্প-ফায়ারে সান্ধ্য-প্রেমসঙ্গীত পরিবেশন করুক। র্যাটলস্নেক ও লক্ষী-প্যাঁচা তোমার দিবা-স্বপ্নকে আমোদিত করে রাখুক। সূর্যের আলো দিনের বেলায় তোমার চোখকে ধাঁধিয়ে দিক এবং গ্রেট বিয়ার সারারাত জেগে তোমাকে পাহারা দিক।
লেখক পরিচিতিঃ এডওয়ার্ড পল আবে (১৯২৭-১৯৮৯) একজন আমেরিকান লেখক ও রচয়িতা ছিলেন। পরিবেশ সম্পর্কিত বিষয়াদি ও পাবলিক ল্যান্ড পলিসি নিয়ে তার সমালোচনামূলক লেখার জন্যে তিনি বিখ্যাত ছিলেন। তার লেখা বিখ্যাত উপন্যাস The Monkey Wrench Gang, এবং নন-ফিকশন কাজ Desert Solitaire।
সূএ : ডেইলি-বাংলাদেশ ডটকম