এশিয়ার তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠানগুলো নিয়ে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ‘এশিয়া অ্যাপারেল এক্সপো’। এ বছর এশিয়া অ্যাপারেল এক্সপোতে বাংলাদেশ থেকে ৩৩টি কোম্পানি অংশ নিয়েছে।
অংশগ্রহনকারীরা জানান, এ এক্সপোতে অংশ নিয়ে বাংলাদেশি কোম্পানিগুলোর নেটওয়ার্ক এবং ব্যবসা সম্প্রসারণের ব্যাপক সুযোগ তৈরি হয়েছে।
জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া মেলা পরিদর্শন করেন এবং বাংলাদেশ থেকে আগত সব ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্টল পরিদর্শন করেন। এসময় তিনি বাংলাদেশি পণ্যের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, জার্মানিতে মোট বাংলাদেশ থেকে রপ্তানি এ বছর ৭ দশমিক ৫ বিলিয়নে পৌঁছেছে। এ ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
বার্লিনে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. সাইফুল ইসলাম জানান, মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর পুনরায় এ বছর এক্সপো অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ এক্সপো ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল।
এশিয়ার নয়টি দেশ (বাংলাদেশ, চীন, হংকং, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম) থেকে চারশোর অধিক প্রতিষ্ঠান এ বছর এক্সপোতে অংশ নিয়েছে। এ বছর বাংলাদেশ থেকে ৩৩টি কোম্পানি অংশ নিয়েছে।
সূএ: জাগোনিউজ২৪.কম