ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে।
বৃহস্পতিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঝাউগড়া করোনা বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইফতার পূর্ব আলোচনায় এমরান সালেহ প্রিন্স বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা বিদেশি গণমাধ্যমে বিভ্রান্তিকর, অসত্য ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করতে অপচেষ্টা করছে।
তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের চ্যাপ্টার বাংলাদেশে ইতিমধ্যেই ক্লোজড চ্যাপ্টার। ছাত্র গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, আবদুল হাই, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফুল ইসলাম, প্রভাষক মাসুম বিল্লাহ, সারোয়ার জাহান, এমদাদ হোসেন, মোস্তফা কামাল, মঞ্জুরুল হক, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি প্রমুখ বক্তব্য রাখেন।