ফেসবুকে যুক্ত হলো পাসকি ফিচার, যেসব সুবিধা রয়েছে

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : সাইবার নিরাপত্তায় বড় এক পরিবর্তনের পথে এগোলো ফেসবুক। ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদারে প্ল্যাটফর্মটি চালু করেছে আধুনিক লগইন প্রযুক্তি ‘পাসকি’ (Passkey)—যার মাধ্যমে এখন থেকে পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

 

বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপে এই ফিচার চালু হয়েছে। ভবিষ্যতে এটি মেসেঞ্জারসহ অন্যান্য প্ল্যাটফর্মেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ফেসবুকের মূল কোম্পানি মেটা।

কী এই পাসকি?
‘পাসকি’ হলো FIDO (Fast Identity Online) অ্যালায়েন্সের আওতায় গঠিত একটি ক্রিপ্টোগ্রাফিক কী। এটি ব্যবহারকারীর ডিভাইসেই নিরাপদভাবে সংরক্ষিত থাকে এবং সাধারণ পাসওয়ার্ডের মতো অনুমানযোগ্য নয়। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসকি তৈরি হয়, যা ক্রেডেনশিয়াল স্টাফিং। এ ধরনের সাধারণ সাইবার আক্রমণ থেকে রক্ষা করতে পারে।

 

কীভাবে কাজ করে? 
ফেসবুকে পাসকি দিয়ে লগইনের সময় ব্যবহারকারীকে ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন অথবা ফোনের পিন দিয়ে পরিচয় নিশ্চিত করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই বায়োমেট্রিক তথ্য ফেসবুকের সার্ভারে পাঠানো হবে না; যাচাইকরণ হবে সম্পূর্ণভাবে ব্যবহারকারীর ডিভাইসেই।

 

কীভাবে চালু করবেন ফিচারটি?
ফেসবুক অ্যাপের ‘অ্যাকাউন্ট সেন্টার’-এ গিয়ে পাসকি চালু করা যাবে। লগইনের সময় অ্যাপ থেকেই পাসকি সেটআপের জন্য প্রম্পট আসতে পারে।

 

একবার পাসকি চালু হলে এটি একটি নির্দিষ্ট নাম পাবে, যা ব্যবহারকারীর ই-মেইল বা মোবাইল নম্বর থেকে তৈরি হবে। তবে একবার নির্ধারিত হলে এই নাম পরিবর্তনযোগ্য নয়—তথ্য আপডেট করলেও না।

ওয়েব ভার্সনে এখনই নয়
এই সুবিধাটি শুধু মোবাইল অ্যাপে সীমাবদ্ধ। যারা ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করেন, তাদের এখনো ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তবে যাদের ডিভাইস পাসকি সাপোর্ট করে না, তারা চাইলে আগের মতোই পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।

 

প্রযুক্তি বিশ্লেষকদের মন্তব্য
বিশ্লেষকদের মতে, ফেসবুকের এই নতুন ফিচার অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা বলছেন, পাসওয়ার্ডহীন ও বায়োমেট্রিক-নির্ভর লগইন সিস্টেমই আগামী দিনের ডিজিটাল নিরাপত্তার ভবিষ্যৎ।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আপত্তিকর ছবি ভাইরাল, আদালতে ঐশ্বরিয়া

» ভোট কারচুপির অভিযোগ এনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

» মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল প্যানেল

» কর্মীদের সুরক্ষায় গার্ডিয়ানের সাথে ব্যাংক এশিয়ার পার্টনারশিপ

» দেশজুড়ে ওয়ালটন প্লাজায় বিশেষ ছাড় উপভোগ করবেন বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা

» সিলেটে জীবনরক্ষাকারী যক্ষ্মা চিকিৎসায় আইসিডিডিআর,বি-এর পাশে দাঁড়ালো প্রাইম ব্যাংক

» উদ্ভাবনী আইটি সেবা নিয়ে টেক্সটেকে অংশ নিচ্ছে এক্সেনটেক

» চারটি আসন বহালের দাবিতে বাগেরহাটে সর্বদলীয় বিক্ষোভ, বুধ-বৃহ্স্পতিবার হরতালের ডাক

» জামালপুরে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

» দেশের সর্বপ্রথম ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ নিয়ে এলো ব্র্যাক ব্যাংক

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফেসবুকে যুক্ত হলো পাসকি ফিচার, যেসব সুবিধা রয়েছে

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : সাইবার নিরাপত্তায় বড় এক পরিবর্তনের পথে এগোলো ফেসবুক। ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদারে প্ল্যাটফর্মটি চালু করেছে আধুনিক লগইন প্রযুক্তি ‘পাসকি’ (Passkey)—যার মাধ্যমে এখন থেকে পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

 

বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপে এই ফিচার চালু হয়েছে। ভবিষ্যতে এটি মেসেঞ্জারসহ অন্যান্য প্ল্যাটফর্মেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ফেসবুকের মূল কোম্পানি মেটা।

কী এই পাসকি?
‘পাসকি’ হলো FIDO (Fast Identity Online) অ্যালায়েন্সের আওতায় গঠিত একটি ক্রিপ্টোগ্রাফিক কী। এটি ব্যবহারকারীর ডিভাইসেই নিরাপদভাবে সংরক্ষিত থাকে এবং সাধারণ পাসওয়ার্ডের মতো অনুমানযোগ্য নয়। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসকি তৈরি হয়, যা ক্রেডেনশিয়াল স্টাফিং। এ ধরনের সাধারণ সাইবার আক্রমণ থেকে রক্ষা করতে পারে।

 

কীভাবে কাজ করে? 
ফেসবুকে পাসকি দিয়ে লগইনের সময় ব্যবহারকারীকে ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন অথবা ফোনের পিন দিয়ে পরিচয় নিশ্চিত করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই বায়োমেট্রিক তথ্য ফেসবুকের সার্ভারে পাঠানো হবে না; যাচাইকরণ হবে সম্পূর্ণভাবে ব্যবহারকারীর ডিভাইসেই।

 

কীভাবে চালু করবেন ফিচারটি?
ফেসবুক অ্যাপের ‘অ্যাকাউন্ট সেন্টার’-এ গিয়ে পাসকি চালু করা যাবে। লগইনের সময় অ্যাপ থেকেই পাসকি সেটআপের জন্য প্রম্পট আসতে পারে।

 

একবার পাসকি চালু হলে এটি একটি নির্দিষ্ট নাম পাবে, যা ব্যবহারকারীর ই-মেইল বা মোবাইল নম্বর থেকে তৈরি হবে। তবে একবার নির্ধারিত হলে এই নাম পরিবর্তনযোগ্য নয়—তথ্য আপডেট করলেও না।

ওয়েব ভার্সনে এখনই নয়
এই সুবিধাটি শুধু মোবাইল অ্যাপে সীমাবদ্ধ। যারা ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করেন, তাদের এখনো ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তবে যাদের ডিভাইস পাসকি সাপোর্ট করে না, তারা চাইলে আগের মতোই পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।

 

প্রযুক্তি বিশ্লেষকদের মন্তব্য
বিশ্লেষকদের মতে, ফেসবুকের এই নতুন ফিচার অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা বলছেন, পাসওয়ার্ডহীন ও বায়োমেট্রিক-নির্ভর লগইন সিস্টেমই আগামী দিনের ডিজিটাল নিরাপত্তার ভবিষ্যৎ।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com