এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ২০২৪ জুলাই-আগষ্ট গনঅভ্যুথানে আহত ও নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় উপজেলা বিএনপির অস্থাযী কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শরিফুল কামাল কারিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায় শেখ গোলাম মোস্তফা। বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারন সম্পাদক শেখ আ. ছালামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ শাহেদুর রহমান জোহা, উপজেলা কৃষক দলের আহবায়ক ফিরোজ আহম্মেদ, সদস্য সচিব মোড়ল জাকির হোসেন, মৎস্যজীবি দলের সভাপতি খান শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিুকুল ইসলাম, নলধা-মৌভোগ বিএনপির আহবায়ক খান শফিকুল আলম রাজু, বিএনপি নেতা শেখ মিজানুর রহমান, ছাত্রদল নেতা শহরিয়ার রাব্বি প্রমূখ। আলোচনা শেষে হাফেজ মুফতি মাহমুদুল হাসানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।