‘আমি জানি না’ বললাম আমি। ‘শুধু জানি যে, এখান থেকে বাইরে কোথাও, আর কিছুই না। শুধু এভাবেই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।’
‘সুতরাং তুমি তো তোমার লক্ষ্য জানো’ বলল সে।
আমি উত্তর দিলাম, ‘তোমাকে আগেই বলেছি। এখান থেকে বাইরে। সেটাই আমার গন্তব্য।’
‘সাথে তো কিছুই নাওনি তুমি’ সে বলল।
‘কিছুই দরকার নেই আমার’ বললাম আমি। ‘এই যাত্রাটি এতো দীর্ঘ যে, অনাহারে আমি মারা যাবই। যদি পথে কিছু না পাই। কোনো ধরণের সরবরাহই আমাকে বাঁচাতে পারবে না। সৌভাগ্যক্রমে, সত্যিকার অর্থেই এটি একটি বিশাল ভ্রমণ। সূূএ:ডেইলি-বাংলাদেশ ডটকম