পল্লবী থানায় দায়ের করা প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় তিনি দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত।
আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আতিকুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ২০ মার্চ একই আদালত হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচ আসামির দুই বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
হেলেনা জাহাঙ্গীর ছাড়া দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- হেলেনা জাহাঙ্গীরের আইপিটিভি জয়যাত্রা টেলিভিশনের মহাব্যবস্থাপক হাজেরা খাতুন, টেলিভিশনের সমন্বয়ক সানাউল্লাহ নূরী, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ ও স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান।
ওইদিন আসামি হেলেনা জাহাঙ্গীর আদালতে হাজির না হওয়ায় তাকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
২০২১ সালের ২ আগস্ট জয়যাত্রা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি আবদুর রহমান তুহিন বাদী হয়ে প্রতারণার মামলাটি দায়ের করেন।