পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় তিন চাক্ষুষ সাক্ষীসহ চার জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজার এলাকায় সরকারি আলীয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষীরা হলেন- খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের সহকারী পরিচালক জামাল হোসাইন, বিজিবি ৯ রুমা ব্যাটালিয়নের হাবিলদার ইন্ট মো. ফারুক আহমেদ, ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের হাবিলদার শহীদুল ইসলাম এবং ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের পাঁচক মো. হাতেম আলী।
তাদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ২৮ ও ২৯ জুন সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন। এ নিয়ে ১১৩ কার্যদিবসে ১ হাজার ৩৪৫ জন সাক্ষীর মধ্যে ২৪১ জনের সাক্ষ্য গ্রহণ করলেন আদালত।
এ মামলার আসামির সংখ্যা ৭৭৫ জন। সাক্ষ্যগ্রহণকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার রায়ে ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ আসামির মৃত্যুদণ্ড এবং ১৬১ আসামির যাবজ্জীবন এবং ২৬০ জন আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন একই আদালত। এছাড়া, ২৭২ জন খালাস পান। খালাস পাওয়া আসামিরা বিস্ফোরক আইনের মামলারও আসামি হওয়ায় তারা এখনও কারাগারে রয়েছেন।