পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  অনেক সময় বাড়ির ওয়াই-ফাই পাসওয়ার্ডটি মনে থাকে না বা কখনো কখনো পাসওয়ার্ড মনে রাখা ঝামেলা মনে হয়, বিশেষ করে যখন সেটি বড় ও জটিল হয়। ফলে অনেক সময় বাসায় অতিথি এসে পাসওয়ার্ড চাইলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তবে প্রযুক্তির অগ্রগতির কারণে সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে ডিভাইস থেকে ডিভাইসে ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ার করা সম্ভব। এ ক্ষেত্রে পাসওয়ার্ড মুখস্থ না থাকলেও অতিথিরা অনায়াসে ইন্টারনেটে সংযুক্ত হতে পারবে-

কিউআর কোড

কিউআর কোড ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ার করার সহজতম উপায়, যা অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ডিভাইসেই কাজ করে। এতে পাসওয়ার্ড মনে রাখা বা টাইপ করতে হয় না। অ্যান্ড্রয়েড ১০ বা এর নতুন সংস্করণ চালিত ফোনে সুবিধাটি সাধারণত আগে থেকেই থাকে। এ ক্ষেত্রে যে ওয়াই-ফাই নেটওয়ার্কটি শেয়ার করতে চান, প্রথমে তাতে সংযুক্ত হতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-সেটিংসে গিয়ে ‘নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে’ ট্যাপ করতে হবে। এরপর ইন্টারনেট অপশনে প্রবেশ করে যে ওয়াই-ফাই নেটওয়ার্ক ডিভাইসে সংযুক্ত আছে, তার পাশে থাকা সেটিংস আইকনে ট্যাপ করতে হবে। এবার শেয়ার অপশনটি চাপুন, এ ক্ষেত্রে ফেস বা ফিঙ্গার প্রিন্ট আনলক দিতে হতে পারে। একটি কিউআর কোড দেখাবে, অন্য ফোনে সেটি স্ক্যান করলেই ইন্টারনেটে সংযুক্ত হওয়া যাবে। যদি কিউআর কোড স্ক্যান না হয়, তাহলে এর পাশাপাশি পাসওয়ার্ডও দেখা যাবে। এ ক্ষেত্রে ম্যানুয়ালি টাইপ করেও সংযুক্ত হওয়া যাবে।

 

অ্যান্ড্রয়েডে কুইক শেয়ার

অ্যান্ড্রয়েড ডিভাইসে ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ারের আরেকটি দ্রুত পন্থা ‘কুইক শেয়ার’। এটি ফোনের বিল্ট-ইন ফিচার, যা ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে পিয়ার-টু-পিয়ার তথ্য শেয়ার করতে সাহায্য করে। যেমন পিক্সেল ৭এ মডেলে (অ্যান্ড্রয়েড-১৫) এ অপশন ওয়াই-ফাই কিউআর কোডের সঙ্গেই থাকে। এটি চালু করতে সেটিংস থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশন নির্বাচন করতে হবে। এবার ইন্টারনেট অপশনে গিয়ে ডিভাইসে সংযুক্ত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাশে থাকা সেটিংস আইকনে ট্যাপ করতে হবে। এখন শেয়ার অপশনে চাপতে হবে। তবে ফিচারটি শুধু অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যেই কাজ করে। আইফোন বা কম্পিউটারে নয়।

 

গেস্ট নেটওয়ার্ক তৈরি

বাড়ির ওয়াই-ফাই আরও নিরাপদ রাখতে তৈরি করা যেতে পারে আলাদা গেস্ট নেটওয়ার্ক। ফলে মূল ওয়াই-ফাই পাসওয়ার্ড ছাড়াই অতিথিরা ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়। এ ক্ষেত্রে মূল রাউটারের মধ্যেই আলাদা একটা নেটওয়ার্ক তৈরি করা হয়। চাইলে গেস্ট নেটওয়ার্কে আলাদা পাসওয়ার্ডও দেওয়া যায়। আজকাল বেশির ভাগ রাউটারেই এ গেস্ট নেটওয়ার্ক বা মাল্টিপল এসএসআইডি তৈরির সুবিধা থাকে।
তথ্যসূত্র : মেকইউজঅব

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দাম্পত্য জীবনের টানাপোড়েনের গল্প ‘সহযাত্রী’

» জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চায় এনসিপি

» আলোচনা ফলপ্রসূ হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: মির্জা ফখরুল

» বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে: মির্জা ফখরুল

» যমুনায় এনসিপির প্রতিনিধি দল

» আঘাত এলে জবাব দিতে হবে, সবাই প্রস্তুত থাকুন: জাপা মহাসচিব

» নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে: তারেক রহমান

» চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে: তাহের

» ভুল থাকলেও এ সরকারকে ব্যর্থ হতে দেবো না: রাশেদ খান

» নূরকে চিকিৎসার জন্য বিদেশে নিতে চান: স্ত্রী মারিয়া

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  অনেক সময় বাড়ির ওয়াই-ফাই পাসওয়ার্ডটি মনে থাকে না বা কখনো কখনো পাসওয়ার্ড মনে রাখা ঝামেলা মনে হয়, বিশেষ করে যখন সেটি বড় ও জটিল হয়। ফলে অনেক সময় বাসায় অতিথি এসে পাসওয়ার্ড চাইলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তবে প্রযুক্তির অগ্রগতির কারণে সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে ডিভাইস থেকে ডিভাইসে ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ার করা সম্ভব। এ ক্ষেত্রে পাসওয়ার্ড মুখস্থ না থাকলেও অতিথিরা অনায়াসে ইন্টারনেটে সংযুক্ত হতে পারবে-

কিউআর কোড

কিউআর কোড ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ার করার সহজতম উপায়, যা অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ডিভাইসেই কাজ করে। এতে পাসওয়ার্ড মনে রাখা বা টাইপ করতে হয় না। অ্যান্ড্রয়েড ১০ বা এর নতুন সংস্করণ চালিত ফোনে সুবিধাটি সাধারণত আগে থেকেই থাকে। এ ক্ষেত্রে যে ওয়াই-ফাই নেটওয়ার্কটি শেয়ার করতে চান, প্রথমে তাতে সংযুক্ত হতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-সেটিংসে গিয়ে ‘নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে’ ট্যাপ করতে হবে। এরপর ইন্টারনেট অপশনে প্রবেশ করে যে ওয়াই-ফাই নেটওয়ার্ক ডিভাইসে সংযুক্ত আছে, তার পাশে থাকা সেটিংস আইকনে ট্যাপ করতে হবে। এবার শেয়ার অপশনটি চাপুন, এ ক্ষেত্রে ফেস বা ফিঙ্গার প্রিন্ট আনলক দিতে হতে পারে। একটি কিউআর কোড দেখাবে, অন্য ফোনে সেটি স্ক্যান করলেই ইন্টারনেটে সংযুক্ত হওয়া যাবে। যদি কিউআর কোড স্ক্যান না হয়, তাহলে এর পাশাপাশি পাসওয়ার্ডও দেখা যাবে। এ ক্ষেত্রে ম্যানুয়ালি টাইপ করেও সংযুক্ত হওয়া যাবে।

 

অ্যান্ড্রয়েডে কুইক শেয়ার

অ্যান্ড্রয়েড ডিভাইসে ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ারের আরেকটি দ্রুত পন্থা ‘কুইক শেয়ার’। এটি ফোনের বিল্ট-ইন ফিচার, যা ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে পিয়ার-টু-পিয়ার তথ্য শেয়ার করতে সাহায্য করে। যেমন পিক্সেল ৭এ মডেলে (অ্যান্ড্রয়েড-১৫) এ অপশন ওয়াই-ফাই কিউআর কোডের সঙ্গেই থাকে। এটি চালু করতে সেটিংস থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশন নির্বাচন করতে হবে। এবার ইন্টারনেট অপশনে গিয়ে ডিভাইসে সংযুক্ত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাশে থাকা সেটিংস আইকনে ট্যাপ করতে হবে। এখন শেয়ার অপশনে চাপতে হবে। তবে ফিচারটি শুধু অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যেই কাজ করে। আইফোন বা কম্পিউটারে নয়।

 

গেস্ট নেটওয়ার্ক তৈরি

বাড়ির ওয়াই-ফাই আরও নিরাপদ রাখতে তৈরি করা যেতে পারে আলাদা গেস্ট নেটওয়ার্ক। ফলে মূল ওয়াই-ফাই পাসওয়ার্ড ছাড়াই অতিথিরা ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়। এ ক্ষেত্রে মূল রাউটারের মধ্যেই আলাদা একটা নেটওয়ার্ক তৈরি করা হয়। চাইলে গেস্ট নেটওয়ার্কে আলাদা পাসওয়ার্ডও দেওয়া যায়। আজকাল বেশির ভাগ রাউটারেই এ গেস্ট নেটওয়ার্ক বা মাল্টিপল এসএসআইডি তৈরির সুবিধা থাকে।
তথ্যসূত্র : মেকইউজঅব

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com