ফাইল ছবি
দেশ থেকে বিভিন্ন সময় পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক পর্যায়ের বেসরকারি লিগ্যাল ফার্ম নিয়োগ করবে সরকার। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফ।
বিশ্বব্যাংক ও আইএমএফের চলমান বার্ষিক সভার এক বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ তথ্য জানান। আজ সম্মেলনের তৃতীয় দিনে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে টানা বৈঠক করছেন উপদেষ্টা ও গভর্নর।
অর্থ উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থ ফেরাতে লিগ্যাল ফার্ম নিয়োগ দেবে সরকার। ‘আগামী মাসেই শুরু হচ্ছে ব্যাংকগুলোর অ্যাসেট রিভ্যালুয়েশন।
তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাসহ অন্তবর্তী সরকারের প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে আর্থিক এবং কারিগরী সহযোগিতা দিতে সম্মত হয়েছে উন্নয়ন সহযোগিরা।
তবে দেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার হয়েছে তা এখনি নির্দিষ্ট করে বলা যাবে না। এটা একটা লম্বা প্রক্রিয়া বলে জানান তিনি।