পরোক্ষ ধূমপান সরাসরি ধূমপানের মতোই ক্ষতিকর। পরোক্ষ ধূমপায়ীদের মধ্যে স্ট্রোকের সম্ভাবনা বাড়ছে বলে গবেষণায় জানা গেছে। এবার উঠে এসেছে নতুন এক তথ্য। বলা হচ্ছে, পরোক্ষ ধূমপানে শিশুদের ওবেসিটি বেড়ে যাচ্ছে। এমনকি হতে পারে ডায়াবিটিসের মতো রোগও। হৃদরোগের সম্ভাবনাও বাড়িয়ে দেয় অনেকাংশে।
সাত থেকে এগারো বছরের বাচ্চাদের নিয়ে পরীক্ষা চালানোর পর দেখা গেছে, পরোক্ষ ধূমপান বা প্যাসিভ স্মোকিংয়ের ফলে শিশুর পেট ঝুলে পড়ে। ফ্যাটের মাত্রা বেড়ে যায় শরীরে। বেঢপ আকার ধারণ করে বাচ্চার শরীর। একইসঙ্গে, বাচ্চাদের বুদ্ধির বিকাশ হয় না ঠিকমতো।