মোহাম্মদ আসাদুল্লাহ:
মূলঃ ভ্যাসিলি গ্রসমান (বই- লাইফ এন্ড ফেইট)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী (একটা বোমার গর্তের ভেতর থেকে তোলা ছবি)
“ক্রিমভ পিছলে গিয়ে একটা বোমার গর্তের (bomb crater) তলদেশে গিয়ে পৌঁছল এবং সেখান থেকে ওপরের দিকে তাকাল। নীল আকাশ তখনও তার মাথার ওপরে এবং তার মাথা তার কাঁধের ওপরে ছিল।
পুরো বিষয়টাই ছিল তার জন্যে খুবই অদ্ভুত। অন্যান্য মানুষদের অস্তিত্বের একমাত্র চিহ্ন ছিল দুইদিক থেকেই তার মাথার ওপরে ভেসে আসা মৃত্যুর গান ও সুতীব্র চিৎকার। আরও অবাক করা ব্যাপার হলো যে, এই গর্তের মধ্যে সে নিজেকে খুবই সুরক্ষিত মনে করল, যেটি খোঁড়া হয়েছিল মৃত্যুর কোদাল দিয়ে।
সূএ : ডেইলি-বাংলাদেশ