দিনে ফল-সবজি বিক্রির আড়ালে টার্গেট, রাতে বাসার গ্রিল কেটে চুরি

রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস ডলফিন গলি এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে চুরির ঘটনায় ৪ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতাররা হলেন- মো. সোহেল (৪০), মো. ফরহাদ (৩০), মো. ইলিয়াচ শেখ (৩০) ও মো. আনোয়ারুল ইসলাম ওরফে আনোয়ার (৩৩)।

সোমবার রাজধানীর কলাবাগান ও আদাবর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩টি বিদেশি পিস্তল, ১১১ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন, ৩ ভরি চোরাই স্বর্ণ এবং স্বর্ণ বিক্রির ৮৫ হাজার টাকা।

 

পুলিশ বলছে, চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় দিনে সবজি-ফলসহ বিভিন্ন পণ্য বিক্রির আড়ালে বাসা টার্গেট করে বেড়াতো। ফাঁকা বাসা টার্গেটের পরে রাতে ওই বাসায় গ্রিল কেটে চুরি করতো।

kk

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।

তিনি বলেন, গত ২০ আগস্ট রাত ১টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে কলাবাগান থানার লেক সার্কাস ডলফিন গলির ৭০/এ বাসার দ্বিতীয় তলায় গ্রিল কেটে চোর চক্রটি ৭২ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।

 

মামলার পর কলাবাগান থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানের নেতৃত্বে চোরাই মালামাল উদ্ধার ও চোরদের গ্রেফতারের জন্য তৎপর থাকে পুলিশ। এরই ধারাবাহিকতায় কলাবাগান থানা ও রাজধানীর আশপাশের পাঁচ শতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চোরদের শনাক্ত করা হয়। তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে কলাবাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিসি মো. শহিদুল্লাহ আরও বলেন, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে চোরাই স্বর্ণ ক্রয়-বিক্রয়ে স্বর্ণ ব্যবসায়ী মো. আনোয়ারুল ইসলাম ওরফে আনোয়ারকে আদাবর থানার নবোদয় হাউজিং বাজার থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  সূএ: জাগোনিউজ২৪.কম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আড়াই কেজির রাজা ইলিশ বিক্রি সাড়ে ১৪ হাজারে

» যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়

» অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যু, মূল হোতা সবুজ গ্রেফতার

» আ.লীগ ধর্মের বিভাজন সৃষ্টি করে ফায়দা হাসিল করেছে : টুকু

» চব্বিশের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে: রিজভী

» আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? অত্যাচার বন্ধ করুন: আসিফ নজরুল

» সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম

» হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে নতুন তিন সুবিধা

» প্রসবঘরটি হোক আস্থার জায়গা

» চিকিৎসাসেবা না কমিশনবাণিজ্য

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দিনে ফল-সবজি বিক্রির আড়ালে টার্গেট, রাতে বাসার গ্রিল কেটে চুরি

রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস ডলফিন গলি এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে চুরির ঘটনায় ৪ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতাররা হলেন- মো. সোহেল (৪০), মো. ফরহাদ (৩০), মো. ইলিয়াচ শেখ (৩০) ও মো. আনোয়ারুল ইসলাম ওরফে আনোয়ার (৩৩)।

সোমবার রাজধানীর কলাবাগান ও আদাবর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩টি বিদেশি পিস্তল, ১১১ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন, ৩ ভরি চোরাই স্বর্ণ এবং স্বর্ণ বিক্রির ৮৫ হাজার টাকা।

 

পুলিশ বলছে, চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় দিনে সবজি-ফলসহ বিভিন্ন পণ্য বিক্রির আড়ালে বাসা টার্গেট করে বেড়াতো। ফাঁকা বাসা টার্গেটের পরে রাতে ওই বাসায় গ্রিল কেটে চুরি করতো।

kk

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।

তিনি বলেন, গত ২০ আগস্ট রাত ১টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে কলাবাগান থানার লেক সার্কাস ডলফিন গলির ৭০/এ বাসার দ্বিতীয় তলায় গ্রিল কেটে চোর চক্রটি ৭২ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।

 

মামলার পর কলাবাগান থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানের নেতৃত্বে চোরাই মালামাল উদ্ধার ও চোরদের গ্রেফতারের জন্য তৎপর থাকে পুলিশ। এরই ধারাবাহিকতায় কলাবাগান থানা ও রাজধানীর আশপাশের পাঁচ শতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চোরদের শনাক্ত করা হয়। তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে কলাবাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিসি মো. শহিদুল্লাহ আরও বলেন, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে চোরাই স্বর্ণ ক্রয়-বিক্রয়ে স্বর্ণ ব্যবসায়ী মো. আনোয়ারুল ইসলাম ওরফে আনোয়ারকে আদাবর থানার নবোদয় হাউজিং বাজার থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  সূএ: জাগোনিউজ২৪.কম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com