ফাইল ছবি
চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী একটি ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ সকালে উপজেলার পৌর সদরের গোমদণ্ডী বুড়ি পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম মো. হৃদয় (২৬)। তার বাড়ি কক্সবাজার জেলায় বলে জানা গেছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদে কয়েকজন যুবক উঠেছিল। ট্রেনটি গোমদণ্ডী স্টেশন যাওয়ার পর হৃদয় ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির (জেলা) উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, চলন্ত ট্রেনের ছাদে হাত তুলে ‘লাফালাফি’ করার সময় যুবক হঠাৎ নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়েছে।