ফাইল ফটো
লালমনিরহাটের কালীগঞ্জের হাজরানীয়ায় বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুজন (৩৬) নামে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনের এ দুর্ঘটনা ঘটে।
সুজন কালিগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের ভুল্ল্যারহাট এলাকার মোহনলাল কবিরাজের ছেলে।
জানা যায়, রাতে ভোটমারি বাজার থেকে নিজবাড়ি ভুল্ল্যার হাটে বাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার হাজরানিয়া আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনের একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাকিনা এলাকায় তার মৃত্যু হয়।
ভুল্যারহাট বাজারের স্থানীয় ব্যবসায়ী তুষার বলেন, সুজন মোটরসাইকেলযোগে ভোটমারি থেকে বাড়ি ফেরার পথে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে রংপুর হাসপাতালে পাঠান। রংপুর নেওয়ার পথে কাকিনা এলাকায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।