ছবি: প্রতীকী
হয়তো অনেক বার শুনেছেন, খুব কাছ থেকে টিভি দেখা চোখের পক্ষে ক্ষতিকারক। এ কথা আমরা কমবেশি সবাই জানি। কিন্তু ঠিক কত দূর থেকে টিভি দেখা উচিত, সে সম্পর্ক কী কোনো ধারণা আছে আমাদের? জাপানি টেলিভিশন নির্মাতা সংস্থা সোনি কর্পোরেশনের ওয়েবসাইটে টিভি দেখার স্ট্যান্ডার্ড ডেফিনিশন উল্লেখ করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, টিভি-র ভার্টিক্যাল মাপ যা হবে তার তুলনায় অন্তত ছয় গুন দূরত্ব থেকে টিভি দেখা উচিত। এই হিসেবে যদি কেউ ২৪ ইঞ্চির টিভি দেখলে অন্তত তিন ফুট দূর থেকে টিভি দেখা উচিত। তার মানে এই নয় যতখুশি দূর থেকে টিভি দেখা যায়। ২৪ ইঞ্চির টিভি সর্বোচ্চ পাঁচ ফুট দূর থেকে দেখা উচিত।
একইভাবে ৩২ ইঞ্চির টিভি অন্তত ছয় ফুট দূর থেকে এবং সর্বাধিক সাত ফুট দূর থেকে দেখলে তা যথাযথ। আবার ৪৩ ইঞ্চির টিভি দেখলে অন্তত ছয় ফুটের দূরত্ব রাখা উচিত। এই মাপের টিভির ক্ষেত্রে সর্বাধিক আট ফুটের দূরত্ব বজায় রাখা উচিত। ৫০ থেকে ৫৫ ইঞ্চির টিভির ক্ষেত্রে অন্তত দশ ফুট দূরত্ব বজায় রাখা উচিত। সর্বোচ্চ ১২ ফুট দূরত্ব থেকে এই মাপের টিভি দেখলে তা সঠিক।
এরপর আরো বড় মাপের টিভি দেখলে কত দূরত্বে বসা উচিত, তা নিজেকেই বুঝে নিতে হবে৷ কারণ ৬০ ইঞ্চি অথবা তার থেকে বড় টিভি হলে ৯ ফুটের কম দূরত্ব থেকে দেখলে ছবিই পরিষ্কার আসবে না। চিকিৎসকরা বলছেন, খুব কাছ থেকে যেকোন টিভি দেখলে স্ক্রিনের পিক্সেল ছোট ছোট বক্সের মতো লাগবে, ফলে টিভি-র ছবি স্পষ্ট হবে না। তাছাড়াও টিভি-র জোরালো রশ্মি চোখেরও ক্ষতি করে। সূত্র: নিউজ বাংলা ১৮