জীবন মানে কি (Meaning of life)?

এখন কোন যানি জীবনের মানে খুঁজে ফিরি। যখন একা একা মনে বসে থাকি, হয়তো চায়ের কাপে চুমুক দিচ্ছি, বা নিরবে বসে মোবাইলের কিবোর্ড গুলো অনবরত নির্যাতন করছি।

ঠিক সেই সময় এই প্রশ্ন মনের মধ্যে উঁকি মারে, আমার জীবনের মানে কি? একটা সময় ছিলো যখন জীবন অনেক রঙ্গিন মতো হতো।

তখন ভাবতাম এই জীবনটা অনেক বড়। ছোটবেলায় ভাবতাম কবে যে বড়দের মতো হব। বড় হলে কত্তো মজাই না হতো।

যখন জীবনে বড় হলাম তখন চিন্তা করি ছোটবেলার জীবন অনেক ভালো ছিলো। আবার যদি ছোটবেলার জীবনে ফিরে যেতে পারতাম কত্তো না মজাই হতো।

কিন্তু, আপনার হারানো শৈশব আর কখনো ফিরে আসবে। তখন আমরা জীবনকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করি।

জীবনের অর্থ একটি দার্শনিক এবং আত্মিক প্রশ্ন যা সাধারণভাবে জীবন অথবা অস্তিত্ব এসবের তাৎপর্য নিয়ে আলোচনা করে। সম্পর্কিত আরো কিছু প্রশ্ন হচ্ছে আমরা এখানে কেন?”জীবনের উদ্দেশ্য কী? জীবনের কি আদৌ কোনো  লক্ষ্য আছে?

জীবনের মানে কি? কিভাবে জীবনের উদ্দেশ্য, পরিপূর্ণতা এবং সন্তুষ্টি খুঁজে পাওয়া যায়? কিভাবে জীবনের স্থায়ী কিছু অন্তর্নিহিত অর্থ অর্জন করা যায়? অনেক লোকই আছে যারা জীবনের এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিবেচনা না করে থামতে চায় না। এমন কি যে সার্থক হবার পথে যাত্রা করেছিল,তা অর্জন করা সত্বেও তারা তাদের পুরানো বছরগুলোর দিকে ফিরে তাকায় আর ভাবে কেন তাদের সম্পর্কের অবনতি হয়েছে এবং কেন তারা শূন্যতা অনুভব করছে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে-একজন খেলোয়ার প্রতিযোগীতায় সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল,খেলা শুরু হবার প্রথমে কোন কথাটি শুনতে সে ইচ্ছুক ছিল। সে উত্তর দিয়েছিল, ‘কেউ যদি আমাকে বলত, তুমি যখন শীর্ষে পৌছাবে-দেখবে তারপরে আর কিছুই নাই।’ অনেক লক্ষ্যই মূলত শূন্যতা প্রকাশ করে;বেশ কয়েক বছরের সব কাজই শুধুমাত্র অযথা নষ্ট হয়েছে বলে মনে হবে।

আমাদের মানবিকতার সংস্কৃতি অনুসারে, লোকেরা অনেক কিছুর পিছনে ছোটে আর মনে করে-তারা জীবনের অর্থ খুঁজে পাবে। এই সব অনুসন্ধানের মধ্যে ব্যবসায়িক সফলতা, ধন-সম্পদ, ভাল সম্পর্ক, যৌনতা, আনন্দ-স্ফুর্তি, অন্যের জন্য মংগল করাটাও যুক্ত রয়েছে। লোকদের কাছে এটা পরীক্ষিত হয়েছে-যখন তারা ধন-সম্পদ অর্জনে,সম্পর্ক সৃষ্টিতে এবং আনন্দ-স্ফুর্তিতে সার্থক হয়েছে, তখন তাদের মধ্যে এক গভীর শূন্যতা তারা অনুভব করেছে যা কোনভাবেই পূর্ণ হবার নয়।

শেষে বলতে হয়, জীবন মানে দুঃখ, কষ্ট, বেদনা যেখানে শুধু নিজেকে ভালো থাকার অভিনয় করে যেতে হয়। কিন্ত, আপসোস ভালো থাকা আর কোনো দিন হয় না।

বাস্তব রূপে জীবন মানে ব্যাথা বেদনা আর বেঁচে থাকার সপ্নের প্রচেষ্টা। এই প্রচেষ্টার জন্য আমরা সবাই দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছি।

লেখক সাংবাদিক-মোঃ ফিরোজ খান
ঢাকা বাংলাদেশ

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাতে পারছি না: মামুনুল হক

» সেনাপ্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডারদের গ্র্যাজুয়েশন উদ্‌যাপিত

» হত্যাচেষ্টার মামলায় বিএনপি-যুবদলের ৩ নেতাকর্মী গ্রেফতার

» বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

» বাংলাদেশ হবে সবচেয়ে কার্যকর গণতন্ত্রের একটি দেশ: সালাহউদ্দিন

» তারেক রহমানের সঙ্গে ১২ দলের নেতাদের ভার্চুয়াল বৈঠক শুক্রবার

» প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

» সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জীবন মানে কি (Meaning of life)?

এখন কোন যানি জীবনের মানে খুঁজে ফিরি। যখন একা একা মনে বসে থাকি, হয়তো চায়ের কাপে চুমুক দিচ্ছি, বা নিরবে বসে মোবাইলের কিবোর্ড গুলো অনবরত নির্যাতন করছি।

ঠিক সেই সময় এই প্রশ্ন মনের মধ্যে উঁকি মারে, আমার জীবনের মানে কি? একটা সময় ছিলো যখন জীবন অনেক রঙ্গিন মতো হতো।

তখন ভাবতাম এই জীবনটা অনেক বড়। ছোটবেলায় ভাবতাম কবে যে বড়দের মতো হব। বড় হলে কত্তো মজাই না হতো।

যখন জীবনে বড় হলাম তখন চিন্তা করি ছোটবেলার জীবন অনেক ভালো ছিলো। আবার যদি ছোটবেলার জীবনে ফিরে যেতে পারতাম কত্তো না মজাই হতো।

কিন্তু, আপনার হারানো শৈশব আর কখনো ফিরে আসবে। তখন আমরা জীবনকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করি।

জীবনের অর্থ একটি দার্শনিক এবং আত্মিক প্রশ্ন যা সাধারণভাবে জীবন অথবা অস্তিত্ব এসবের তাৎপর্য নিয়ে আলোচনা করে। সম্পর্কিত আরো কিছু প্রশ্ন হচ্ছে আমরা এখানে কেন?”জীবনের উদ্দেশ্য কী? জীবনের কি আদৌ কোনো  লক্ষ্য আছে?

জীবনের মানে কি? কিভাবে জীবনের উদ্দেশ্য, পরিপূর্ণতা এবং সন্তুষ্টি খুঁজে পাওয়া যায়? কিভাবে জীবনের স্থায়ী কিছু অন্তর্নিহিত অর্থ অর্জন করা যায়? অনেক লোকই আছে যারা জীবনের এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিবেচনা না করে থামতে চায় না। এমন কি যে সার্থক হবার পথে যাত্রা করেছিল,তা অর্জন করা সত্বেও তারা তাদের পুরানো বছরগুলোর দিকে ফিরে তাকায় আর ভাবে কেন তাদের সম্পর্কের অবনতি হয়েছে এবং কেন তারা শূন্যতা অনুভব করছে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে-একজন খেলোয়ার প্রতিযোগীতায় সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল,খেলা শুরু হবার প্রথমে কোন কথাটি শুনতে সে ইচ্ছুক ছিল। সে উত্তর দিয়েছিল, ‘কেউ যদি আমাকে বলত, তুমি যখন শীর্ষে পৌছাবে-দেখবে তারপরে আর কিছুই নাই।’ অনেক লক্ষ্যই মূলত শূন্যতা প্রকাশ করে;বেশ কয়েক বছরের সব কাজই শুধুমাত্র অযথা নষ্ট হয়েছে বলে মনে হবে।

আমাদের মানবিকতার সংস্কৃতি অনুসারে, লোকেরা অনেক কিছুর পিছনে ছোটে আর মনে করে-তারা জীবনের অর্থ খুঁজে পাবে। এই সব অনুসন্ধানের মধ্যে ব্যবসায়িক সফলতা, ধন-সম্পদ, ভাল সম্পর্ক, যৌনতা, আনন্দ-স্ফুর্তি, অন্যের জন্য মংগল করাটাও যুক্ত রয়েছে। লোকদের কাছে এটা পরীক্ষিত হয়েছে-যখন তারা ধন-সম্পদ অর্জনে,সম্পর্ক সৃষ্টিতে এবং আনন্দ-স্ফুর্তিতে সার্থক হয়েছে, তখন তাদের মধ্যে এক গভীর শূন্যতা তারা অনুভব করেছে যা কোনভাবেই পূর্ণ হবার নয়।

শেষে বলতে হয়, জীবন মানে দুঃখ, কষ্ট, বেদনা যেখানে শুধু নিজেকে ভালো থাকার অভিনয় করে যেতে হয়। কিন্ত, আপসোস ভালো থাকা আর কোনো দিন হয় না।

বাস্তব রূপে জীবন মানে ব্যাথা বেদনা আর বেঁচে থাকার সপ্নের প্রচেষ্টা। এই প্রচেষ্টার জন্য আমরা সবাই দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছি।

লেখক সাংবাদিক-মোঃ ফিরোজ খান
ঢাকা বাংলাদেশ

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com