জিতলেই শেষ চারে ঢাকা, এগিয়ে থাকার সুযোগ খুলনার

সিলেট থেকে আবারও ঢাকায় ফিরলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আজ দিনের দুই ম্যাচের শেষ চারে ওঠার লড়াইয়ে নামছে মিনিস্টার ঢাকা আর খুলনা টাইগার্স।

 

চলমান বিপিএল শেষ চারের প্রথম দুই দল নির্ধারিত হয়ে গেছে আগেই। পরের দুটি স্থানের জন্য লড়ছে তিন দল। পয়েন্ট টেবিলের তিন নাম্বারে থাকা মিনিস্টার ঢাকা আজ মাঠে নামবে টেবিলের শীর্ষদল ফরচুন বরিশালের বিপক্ষে। আর খুলনা টাইগার্সের প্রতিপক্ষ শেষ চার নিশ্চিত করা আরেক দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

দুপুর দেড়টায় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম মুখোমুখি হবে খুলনা-কুমিল্লা। ৮ ম্যাচে ৫ জয় আর ২ হারে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা আগেই নিশ্চিত করেছে শেষ চারের জায়গা। আজ তাই তারা মাঠে নামতে পারবে কিছুটা স্বস্তি নিয়েই। অন্যদিকে আজকের ম্যাচে জিতলে খুলনার সামনে ভালো সুযোগ থাকবে শেষ চারে যাওয়ার। আর না জিততে পারলে তখন তাকিয়ে থাকতে হবে নিজদের শেষ ম্যাচ আর ঢাকা ও চট্টগ্রাম উভয় দলের ম্যাচের দিকে।

এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে সমান ৪ জয় আর হারে খুলনার পয়েন্ট ৮। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা ঢাকার পয়েন্ট ৯। আর ৯ ম্যাচে চট্টগ্রামের পয়েন্ট ৮। ঢাকা আর চটতগ্রামের হাতে ম্যাচ আছে একটি, খুলনার সেখানে দুইটি।

 

আজকের ম্যাচে জিতেই শেষ চারের রাস্তায় নিজেদের এগিয়ে রাখতে চাইবে মুশফিকুর রহিমের দল। অন্যদিকে আসরের অন্যতম শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগেই শেষ চার নিশ্চিত করায় আজ স্বস্তির পাশাপাশি দলে পরীক্ষা চালিয়েও দেখতে পারবে।

 

দিনের আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশালের বিপক্ষে মাঠে নামছে মাহমুদুল্লাহ রিয়াদের মিনিস্টার ঢাকা। আজকে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিততে পারলেই শেষ চারের জায়গা নিশ্চিত হবে ঢাকার জন্য। আর আজকের ম্যাচে হেরে গেলে তাকিয়ে থাকতে হবে খুলনা আর চট্টগ্রামের দিকে।

 

ঢাকার জন্য এক প্রকার ফাইনাল বনে যাওয়া ম্যাচটিতে তারা যে নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাপিয়ে পড়বে তা তো বলাই যাই। ঢাকার ওপেনার তামিম ইকবাল এবারের বিপিএলে আছেন দুরন্ত ফর্মে। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ড্যাশিং এই ওপেনার। যদিও শেষ ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি, তবে আজ তার দল তার কাছ থেকে সেরা খেলাটাই চাইবে।

 

অন্যদিকে সাকিব আল হাসানের নেতৃত্বে ফরচুন বরিশাল ৯ ম্যাচে ৬ জয় আর ২ হারে ১৩ পয়েন্ট তুলে টেবিলের সবার উপরে। প্রথম তিন ম্যাচের দুটিতে হোঁচট খেলেও তারপর থেকে যেন হারতে ভুলে গেছে তারা। দলের সাথে সাকিব নিজেও আছেন সেরা ফর্মে। বিগত চার ম্যাচে টানা ম্যাচসেরার পুরষ্কার গেছে তার হাতেই। ২২৫ রান আর ১৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত টূর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার।

 

এবার বিপিএলে নিজেদের আগের দেখায় অবশ্য বরিশালকে ৪ উইকেটে হারিয়েছিলো ঢাকা। সেই ম্যাচের আত্মবিশ্বাস ধরে রেখে আজও জয় তুলে নিয়েই শেষ চার নিশ্চিত করতে চাইবে মাহমুদুল্লাহর-তামিম-মাশরাফির দল। আর নিজেদের ওপর চাপ না থাকায় নির্ভার হয়ে খেলেই নিজদের শক্তিমত্তা আরও একটু ভালোভাবে পরখ করে নিতে চাইবে বরিশাল।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পলাশে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

» আরো কর্মী নিতে কাতারের আমিরের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

» সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা

» বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত

» শ্যামবাজার ঘাটে লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে

» শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন

» পুলিশ শুধু আইনশৃঙ্খলায় নয়, মানবিকতায়ও নজির স্থাপন করেছে: হাবিবুর রহমান

» নেতাদের মুক্তি চেয়ে রিজভীর নেতৃত্বে মিছিল

» ৭ আইনজীবীর আদালত অবমাননার আদেশ বুধবার

» উপজেলায় সুষ্ঠু ভোট করতে সিইসির নেতৃত্বে ইসিতে বৈঠক

উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জিতলেই শেষ চারে ঢাকা, এগিয়ে থাকার সুযোগ খুলনার

সিলেট থেকে আবারও ঢাকায় ফিরলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আজ দিনের দুই ম্যাচের শেষ চারে ওঠার লড়াইয়ে নামছে মিনিস্টার ঢাকা আর খুলনা টাইগার্স।

 

চলমান বিপিএল শেষ চারের প্রথম দুই দল নির্ধারিত হয়ে গেছে আগেই। পরের দুটি স্থানের জন্য লড়ছে তিন দল। পয়েন্ট টেবিলের তিন নাম্বারে থাকা মিনিস্টার ঢাকা আজ মাঠে নামবে টেবিলের শীর্ষদল ফরচুন বরিশালের বিপক্ষে। আর খুলনা টাইগার্সের প্রতিপক্ষ শেষ চার নিশ্চিত করা আরেক দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

দুপুর দেড়টায় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম মুখোমুখি হবে খুলনা-কুমিল্লা। ৮ ম্যাচে ৫ জয় আর ২ হারে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা আগেই নিশ্চিত করেছে শেষ চারের জায়গা। আজ তাই তারা মাঠে নামতে পারবে কিছুটা স্বস্তি নিয়েই। অন্যদিকে আজকের ম্যাচে জিতলে খুলনার সামনে ভালো সুযোগ থাকবে শেষ চারে যাওয়ার। আর না জিততে পারলে তখন তাকিয়ে থাকতে হবে নিজদের শেষ ম্যাচ আর ঢাকা ও চট্টগ্রাম উভয় দলের ম্যাচের দিকে।

এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে সমান ৪ জয় আর হারে খুলনার পয়েন্ট ৮। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা ঢাকার পয়েন্ট ৯। আর ৯ ম্যাচে চট্টগ্রামের পয়েন্ট ৮। ঢাকা আর চটতগ্রামের হাতে ম্যাচ আছে একটি, খুলনার সেখানে দুইটি।

 

আজকের ম্যাচে জিতেই শেষ চারের রাস্তায় নিজেদের এগিয়ে রাখতে চাইবে মুশফিকুর রহিমের দল। অন্যদিকে আসরের অন্যতম শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগেই শেষ চার নিশ্চিত করায় আজ স্বস্তির পাশাপাশি দলে পরীক্ষা চালিয়েও দেখতে পারবে।

 

দিনের আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশালের বিপক্ষে মাঠে নামছে মাহমুদুল্লাহ রিয়াদের মিনিস্টার ঢাকা। আজকে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিততে পারলেই শেষ চারের জায়গা নিশ্চিত হবে ঢাকার জন্য। আর আজকের ম্যাচে হেরে গেলে তাকিয়ে থাকতে হবে খুলনা আর চট্টগ্রামের দিকে।

 

ঢাকার জন্য এক প্রকার ফাইনাল বনে যাওয়া ম্যাচটিতে তারা যে নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাপিয়ে পড়বে তা তো বলাই যাই। ঢাকার ওপেনার তামিম ইকবাল এবারের বিপিএলে আছেন দুরন্ত ফর্মে। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ড্যাশিং এই ওপেনার। যদিও শেষ ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি, তবে আজ তার দল তার কাছ থেকে সেরা খেলাটাই চাইবে।

 

অন্যদিকে সাকিব আল হাসানের নেতৃত্বে ফরচুন বরিশাল ৯ ম্যাচে ৬ জয় আর ২ হারে ১৩ পয়েন্ট তুলে টেবিলের সবার উপরে। প্রথম তিন ম্যাচের দুটিতে হোঁচট খেলেও তারপর থেকে যেন হারতে ভুলে গেছে তারা। দলের সাথে সাকিব নিজেও আছেন সেরা ফর্মে। বিগত চার ম্যাচে টানা ম্যাচসেরার পুরষ্কার গেছে তার হাতেই। ২২৫ রান আর ১৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত টূর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার।

 

এবার বিপিএলে নিজেদের আগের দেখায় অবশ্য বরিশালকে ৪ উইকেটে হারিয়েছিলো ঢাকা। সেই ম্যাচের আত্মবিশ্বাস ধরে রেখে আজও জয় তুলে নিয়েই শেষ চার নিশ্চিত করতে চাইবে মাহমুদুল্লাহর-তামিম-মাশরাফির দল। আর নিজেদের ওপর চাপ না থাকায় নির্ভার হয়ে খেলেই নিজদের শক্তিমত্তা আরও একটু ভালোভাবে পরখ করে নিতে চাইবে বরিশাল।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com