সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নিহত খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদের পরিবারকে সান্ত্বনা দিতে আগামী (২২ জুলাই) খুলনা যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ সকালে ঢাকা থেকে খুলনা যাবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আমিরে জামায়াত আজই খুলনা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সমাবেশস্থলে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা আপাতত কোথাও সফর না করার পরামর্শ দিয়েছেন। এ জন্য মঙ্গলবার তিনি খুলনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমিরে জামায়াতের খুলনার সফরসূচি পরে জানানো হবে।
তিনি আরও বলেন, সকালে ঢাকা থেকে রওনা দিয়ে খুলনার দাকোপের মাওলানা আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেবেন। পরে তার কবর জিয়ারত শেষে আবারও ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করতে পারেন।
জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় শুক্রবার রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের বহরে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে নিহত হন মাওলানা আবু সাঈদ।