জন্মনিয়ন্ত্রণ পিলে স্তনের আকার কি পরিবর্তন হয়?

বেশিরভাগ ওষুধেই পার্শ্বপ্রতিক্রিয়া হয়। জন্মনিয়ন্ত্রণ পিলও এর ব্যতিক্রম নয়। সাধারণত দুই ধরনের জন্মনিয়ন্ত্রণ পিল বাজারে পাওয়া যায়-কম্বিনেশন পিল ও প্রজেস্টিন অনলি পিল।

 

কম্বিনেশন পিলে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন থাকে। এটা ডিম্বোস্ফোটন প্রতিরোধ করে থাকে, অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হতে দেয় না।

 

অন্যদিকে প্রজেস্টিন অনলি পিলে শুধু প্রজেস্টিন থাকে, ইস্ট্রোজেন নেই। এটা ডিম্বোস্ফোটন প্রতিরোধ করে না। এর পরিবর্তে জরায়ুস্থ তরলের ঘনত্ব বাড়িয়ে ডিম্বোস্ফোটন প্রক্রিয়াকে ধীর করে ফেলে, যার ফলে শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হতে পারে না। এই পিলের আরেকটি কাজ হলো, জরায়ুর অভ্যন্তরীণ স্তরকে পাতলা করে ফেলা। এর ফলে জরায়ুতে নিষিক্ত ডিম্বাণু সংযুক্ত হতে পারে না।

 

উভয় ধরনের পিল বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যেমন- পেটফাঁপা, মেজাজের পরিবর্তন, বমিভাব, যৌনাঙ্গে রক্তক্ষরণ ও অন্যান্য।

 

জন্মনিয়ন্ত্রণ পিলের একটি বিস্ময়কর পার্শ্বপ্রতিক্রিয়া হলো, স্তনের আকার বেড়ে যাওয়া। জন্মনিয়ন্ত্রণ পিলের নতুন ব্যবহারকারীরা কিছুদিন পর লক্ষ্য করতে পারেন যে, স্তনের অন্তর্বাসগুলো আর ফিট হচ্ছে না। আপনার এমনটা ঘটলে এটা ধারণা করতে পারেন যে, জন্মনিয়ন্ত্রণ পিল সেবনের কারণে স্তনের আকার বেড়েছে।

 

কানাডার আনোভা ফার্টিলিটি অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথের মেডিক্যাল ডিরেক্টর মারজুরি ডিক্সন জন্মনিয়ন্ত্রণ পিল ও স্তনের মধ্যকার সম্পর্ক স্বীকার করেছেন। তিনি বলেন, ‘জন্মনিয়ন্ত্রণের কম্বিনেশন পিল স্তনের আকার বাড়াতে পারে। এটা সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছে পরিচিত পার্শ্বপ্রতিক্রিয়া। কম্বিনেশন পিলের ইস্ট্রোজেন ও প্রজেস্টিন হরমোন কয়েক উপায়ে শরীরকে প্রভাবিত করে। উভয় হরমোনই শরীরের চর্বি বাড়াতে অবদান রাখে, বিশেষত নিতম্ব ও বুকে। ইস্ট্রোজেন পানিও জমাতে পারে, যার ফলে শরীর ফুলে যায়। উভয় প্রভাবই স্তনের আকার বড় করতে পারে।’

কানাডার অবস্টেট্রিসিয়ান-গাইনিকোলজিস্ট কনস্টান্স নাসেলো বলেন, ‘ইস্ট্রোজেন স্তনকে ফুলিয়ে তোলে। এমনকি তুলতুলেও করতে পারে। এসবের প্রভাবে স্তনের আকার বেড়ে যেতে পারে।

 

সাধারণত কম্বিনেশন পিল সেবনেই স্তনের আকার বেড়ে থাকে। যদি আপনি এই পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই জন্মনিয়ন্ত্রণ করতে চান, তাহলে কম্বিনেশন পিলের বিকল্প গ্রহণ করতে পারেন।

তথ্যসূত্র: বেস্ট হেলথ ম্যাগাজিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জুলাই গণহত্যায় হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ

» দেশের অখণ্ডতা রক্ষায় নবীন সৈনিকেরা প্রয়োজনে জীবন দেবে : বিজিবি ডিজি

» ভারতে সেতু ধসে প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক

» রাষ্ট্র সংস্কারে মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রয়োজন: আলী রীয়াজ

» জুলাই গণহত্যার দায় স্বীকার, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী মামুন

» হোয়াটসঅ্যাপকে টক্কর দিতে আসছে বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই

» সীমান্তে নারীসহ ১০জন আটক

» পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেফতার

» ৫০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক

» অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জন্মনিয়ন্ত্রণ পিলে স্তনের আকার কি পরিবর্তন হয়?

বেশিরভাগ ওষুধেই পার্শ্বপ্রতিক্রিয়া হয়। জন্মনিয়ন্ত্রণ পিলও এর ব্যতিক্রম নয়। সাধারণত দুই ধরনের জন্মনিয়ন্ত্রণ পিল বাজারে পাওয়া যায়-কম্বিনেশন পিল ও প্রজেস্টিন অনলি পিল।

 

কম্বিনেশন পিলে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন থাকে। এটা ডিম্বোস্ফোটন প্রতিরোধ করে থাকে, অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হতে দেয় না।

 

অন্যদিকে প্রজেস্টিন অনলি পিলে শুধু প্রজেস্টিন থাকে, ইস্ট্রোজেন নেই। এটা ডিম্বোস্ফোটন প্রতিরোধ করে না। এর পরিবর্তে জরায়ুস্থ তরলের ঘনত্ব বাড়িয়ে ডিম্বোস্ফোটন প্রক্রিয়াকে ধীর করে ফেলে, যার ফলে শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হতে পারে না। এই পিলের আরেকটি কাজ হলো, জরায়ুর অভ্যন্তরীণ স্তরকে পাতলা করে ফেলা। এর ফলে জরায়ুতে নিষিক্ত ডিম্বাণু সংযুক্ত হতে পারে না।

 

উভয় ধরনের পিল বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যেমন- পেটফাঁপা, মেজাজের পরিবর্তন, বমিভাব, যৌনাঙ্গে রক্তক্ষরণ ও অন্যান্য।

 

জন্মনিয়ন্ত্রণ পিলের একটি বিস্ময়কর পার্শ্বপ্রতিক্রিয়া হলো, স্তনের আকার বেড়ে যাওয়া। জন্মনিয়ন্ত্রণ পিলের নতুন ব্যবহারকারীরা কিছুদিন পর লক্ষ্য করতে পারেন যে, স্তনের অন্তর্বাসগুলো আর ফিট হচ্ছে না। আপনার এমনটা ঘটলে এটা ধারণা করতে পারেন যে, জন্মনিয়ন্ত্রণ পিল সেবনের কারণে স্তনের আকার বেড়েছে।

 

কানাডার আনোভা ফার্টিলিটি অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথের মেডিক্যাল ডিরেক্টর মারজুরি ডিক্সন জন্মনিয়ন্ত্রণ পিল ও স্তনের মধ্যকার সম্পর্ক স্বীকার করেছেন। তিনি বলেন, ‘জন্মনিয়ন্ত্রণের কম্বিনেশন পিল স্তনের আকার বাড়াতে পারে। এটা সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছে পরিচিত পার্শ্বপ্রতিক্রিয়া। কম্বিনেশন পিলের ইস্ট্রোজেন ও প্রজেস্টিন হরমোন কয়েক উপায়ে শরীরকে প্রভাবিত করে। উভয় হরমোনই শরীরের চর্বি বাড়াতে অবদান রাখে, বিশেষত নিতম্ব ও বুকে। ইস্ট্রোজেন পানিও জমাতে পারে, যার ফলে শরীর ফুলে যায়। উভয় প্রভাবই স্তনের আকার বড় করতে পারে।’

কানাডার অবস্টেট্রিসিয়ান-গাইনিকোলজিস্ট কনস্টান্স নাসেলো বলেন, ‘ইস্ট্রোজেন স্তনকে ফুলিয়ে তোলে। এমনকি তুলতুলেও করতে পারে। এসবের প্রভাবে স্তনের আকার বেড়ে যেতে পারে।

 

সাধারণত কম্বিনেশন পিল সেবনেই স্তনের আকার বেড়ে থাকে। যদি আপনি এই পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই জন্মনিয়ন্ত্রণ করতে চান, তাহলে কম্বিনেশন পিলের বিকল্প গ্রহণ করতে পারেন।

তথ্যসূত্র: বেস্ট হেলথ ম্যাগাজিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com