জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন: মির্জা ফখরুল

জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ না করলে আওয়ামী লীগ সরকার পালানোর পথ খুঁজে পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বুধবার (২৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে পেশাজীবী সমন্বয় কমিটির উদ্যোগে ‘স্বাধীনতা সংগ্রামে পেশাজীবীদের ভূমিকা: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, আমাদের (বিএনপি) নাকি তওবা করে নির্বাচনে যেতে হবে। ওনাকে বলতে চাই, আপনাদের কৃতকর্মের জন্য তওবা করে জনগণের কাছে ক্ষমা চান।

 

তিনি বলেন, ‘যেসব মানুষকে হত্যা করেছেন, যাদের অত্যাচার-নির্যাতন করছেন, দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রেখেছেন, ৩৫ লাখ রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, ছয় শতাধিক মানুষকে গুম করেছেন। যে পাপ করেছেন, তার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না।’

 

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্যের। আমরা আহ্বান জানিয়েছি, সব রাজনৈতিক দলকে, রাজনৈতিক শক্তিকে-ব্যক্তিকে, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, সার্বভৌমত্বে বিশ্বাস করেন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্ত করি। মিথ্যা মামলায় নির্বাসিত নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনি। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা রয়েছে, তা প্রত্যাহার করি। দেশে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করি।’

 

মির্জা ফখরুল বলেন, ‘আজ যখন মানুষ ট্রাকের সামনে লাইন দিচ্ছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জন্য, চাল-ডাল-তেল-লবণের জন্য, তখন আবার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। জনগণের পকেট কেটে দুর্ভোগের মধ্যে ফেলা হচ্ছে। সব ক্ষেত্রে আজ এ সরকার, তাদের মদতপুষ্ট ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে জনগণকে দুঃসহ অবস্থার মধ্যে ফেলেছে।

 

দেশে গ্যাসের মজুত থাকা সত্ত্বেও তা উত্তোলন ও গ্যাস বিতরণে অপচয় রোধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘একটি সিন্ডিকেট সবসময় বিদেশ থেকে গ্যাস আমদানির পাঁয়তারা করে। কারা গ্যাস আমদানি করছেন? সরকারের যারা উপদেষ্টা, সরকারের আশ্রয়-প্রশ্রয়ে যারা ব্যবসা করছেন, তারা গ্যাস আমদানি করছেন। তাদের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য দাম বাড়িয়ে জনগণের ওপর তার দায়ভার চাপিয়ে দেওয়া হচ্ছে।

 

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, পেশাজীবী নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ, আব্দুল কুদ্দুস, এম আবদুল্লাহ, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডী, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক এমতাজ হোসেন, ডা. রফিকুল ইসলাম, আবদুল হালিম, নুরুল আমিন রোকন, রফিকুল ইসলাম, এ কে এম জহিরুল ইসলাম, কাজী সাখাওয়াত হোসেন, জাকির হোসেন, জাহানারা সিদ্দিকী, ফখরুল আলম প্রমুখ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপনে পেশাজীবী সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং সঞ্চালনা করেন সদস্যসচিব রিয়াজুল ইসলাম রিজু।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিডিএস বাস্তবায়িত হলে ম্যাপ সংযুক্ত মালিকানা ভিত্তিক খতিয়ান চালু করা সম্ভব হবে – ভূমিমন্ত্রী

» বিএটি বাংলাদেশের ৫১তম এজিএম অনুষ্ঠিত

» ইসলামপুরে কৃষকরা পেল উন্নত মানের বীজ

» ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সাথে ব্র্যাক ব্যাংকের কাস্টোডিয়াল সার্ভিস চুক্তি

» এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল”এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত

» ২ লাখ টাকার ফ্যামিলি ট্রিপের সেরা ঈদ অফার দিচ্ছে রিয়েলমি

» ঘূর্ণিঝড়ে আলফাডাঙ্গার ২২ গ্রাম বিধ্বস্ত

» প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা আগামীকাল

» আইপিইউর এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

» এক শহরের মধ্যে দুই দেশ

উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন: মির্জা ফখরুল

জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ না করলে আওয়ামী লীগ সরকার পালানোর পথ খুঁজে পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বুধবার (২৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে পেশাজীবী সমন্বয় কমিটির উদ্যোগে ‘স্বাধীনতা সংগ্রামে পেশাজীবীদের ভূমিকা: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, আমাদের (বিএনপি) নাকি তওবা করে নির্বাচনে যেতে হবে। ওনাকে বলতে চাই, আপনাদের কৃতকর্মের জন্য তওবা করে জনগণের কাছে ক্ষমা চান।

 

তিনি বলেন, ‘যেসব মানুষকে হত্যা করেছেন, যাদের অত্যাচার-নির্যাতন করছেন, দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রেখেছেন, ৩৫ লাখ রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, ছয় শতাধিক মানুষকে গুম করেছেন। যে পাপ করেছেন, তার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না।’

 

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্যের। আমরা আহ্বান জানিয়েছি, সব রাজনৈতিক দলকে, রাজনৈতিক শক্তিকে-ব্যক্তিকে, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, সার্বভৌমত্বে বিশ্বাস করেন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্ত করি। মিথ্যা মামলায় নির্বাসিত নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনি। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা রয়েছে, তা প্রত্যাহার করি। দেশে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করি।’

 

মির্জা ফখরুল বলেন, ‘আজ যখন মানুষ ট্রাকের সামনে লাইন দিচ্ছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জন্য, চাল-ডাল-তেল-লবণের জন্য, তখন আবার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। জনগণের পকেট কেটে দুর্ভোগের মধ্যে ফেলা হচ্ছে। সব ক্ষেত্রে আজ এ সরকার, তাদের মদতপুষ্ট ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে জনগণকে দুঃসহ অবস্থার মধ্যে ফেলেছে।

 

দেশে গ্যাসের মজুত থাকা সত্ত্বেও তা উত্তোলন ও গ্যাস বিতরণে অপচয় রোধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘একটি সিন্ডিকেট সবসময় বিদেশ থেকে গ্যাস আমদানির পাঁয়তারা করে। কারা গ্যাস আমদানি করছেন? সরকারের যারা উপদেষ্টা, সরকারের আশ্রয়-প্রশ্রয়ে যারা ব্যবসা করছেন, তারা গ্যাস আমদানি করছেন। তাদের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য দাম বাড়িয়ে জনগণের ওপর তার দায়ভার চাপিয়ে দেওয়া হচ্ছে।

 

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, পেশাজীবী নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ, আব্দুল কুদ্দুস, এম আবদুল্লাহ, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডী, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক এমতাজ হোসেন, ডা. রফিকুল ইসলাম, আবদুল হালিম, নুরুল আমিন রোকন, রফিকুল ইসলাম, এ কে এম জহিরুল ইসলাম, কাজী সাখাওয়াত হোসেন, জাকির হোসেন, জাহানারা সিদ্দিকী, ফখরুল আলম প্রমুখ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপনে পেশাজীবী সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং সঞ্চালনা করেন সদস্যসচিব রিয়াজুল ইসলাম রিজু।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com