সুলেখা আক্তার শান্তা :
আমায় একটু মাটি এনে দিবে যে মাটিতে দাঁড়িয়ে
থাকবে কথা বলার স্বাধীনতা।
আমায় একটু মাটি এনে দিবে যে মাটিতে দাঁড়িয়ে
সকল মানুষের থাকবে সম অধিকার।
আমায় একটু মাটি এনে দিবে যে মাটিতে দাঁড়িয়ে
সত্যকে সত্য পারব বলতে অকপটে।
আমায় একটু মাটি এনে দিবে যে মাটিতে দাঁড়িয়ে
মিথ্যার কাছে সত্য হবে না পরাজিত।
আমায় একটু মাটি এনে দিবে যে মাটিতে দাঁড়িয়ে
মানুষের বুক চাপা কান্না নিবারণ করতে পারব।
আমায় একটু মাটি এনে দিবে যে মাটিতে দাঁড়িয়ে
হিংসা বিদ্বেষ কলুষিত করবে না চিত্ত।
আমায় একটু মাটি এনে দিবে যে মাটিতে দাঁড়িয়ে
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে পারবো।
না, মাটির কোন দোষ নাই
দোষ যদি থেকে থাকে সে মানুষের!
হে মানুষ অন্যায়কে অন্যায় বলতে শেখো।
Facebook Comments Box