সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা ঘিরে গোপালগঞ্জ জেলা কারাগার, পৌর পার্কের সভামঞ্চ, জুলাই স্মৃতিস্তম্ভ, সংঘর্ষের স্থানগুলোসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জেলা কারাগারে আসেন। পরে জুলাই স্মৃতিস্তম্ভ, এনসিপি পৌর পার্কের সভামঞ্চ সংঘর্ষের স্থানসমূহ পরিদর্শন করেন। তারা কারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন। বিভিন্ন বিষয়ক খোঁজখবর নেন।
এ সময় মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলার পদস্থ কর্মকর্তা, দুই মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাসহ আরো অনেক উপস্থিত ছিলেন।