বগুড়ার গাবতলীতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে মামুন (২৪) নামের এক যুবক খুন হয়েছেন। আজ ভোর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মামুন গাবতলী উপজেলার টিওর পাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ওরফে গামার ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকেলে গ্রামের ধান খেতে ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে ঝগড়া বিবাদ হয়। পরে সেখানেই বিরোধ নিষ্পত্তি হয়ে যায়। রাত পৌনে ১০টার দিকে মামুন গ্রামের একটি মুদি দোকানে বসেছিল। এমন সময় হোসেনপুর গ্রামের খোকন নামের এক যুবক জিআই পাইপ দিয়ে পেছন থেকে মাথায় আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন মামুনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মামুন মারা যান।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আসামি খোকনকে গ্রেফতার করতে রাত থেকেই অভিযান চালানো হচ্ছে। তবে গ্রেফতার করা যায়নি।