গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৬৭, প্রাণহানি ছাড়াল ৫৩ হাজার ৩৩০

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা আগ্রাসনে রক্ত ঝরছে প্রতিনিয়ত। সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় গেল ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্বর এ হামলায় আহত হয়েছেন প্রায় ৩৬০ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট প্রাণহানি সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩৩৯ জনে।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রবিবার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি (এএ)।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলমান সহিংসতায় এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৩৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বা রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তাহীনতার কারণে সেখানে পৌঁছাতে পারছেন না।

 

গত ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েলের নতুন দফার হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত আরও ৩ হাজার ১৯৩ জন নিহত এবং ৮ হাজার ৯৯৩ জনের বেশি আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন।

এর আগে গত ১৯ জানুয়ারি, টানা ১৫ মাসের সামরিক অভিযান শেষে আন্তর্জাতিক চাপের মুখে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। কিন্তু হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের বিমান হামলা শুরু করে তারা।

 

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে অধিকাংশ অবকাঠামো।

 

এছাড়া গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জুলাই বিপ্লব আন্দোলনে মহিলা দলের গুরুত্বপুর্ণ অংশগ্রহণ ছিল : আফরোজা আব্বাস

» আমরা জেনারেশনের বাইরে কোনো চিন্তা করি না : এ্যানি

» ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু ২৪ সেপ্টেম্বর

» সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার

» জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল’ অনিয়ম আর নাটকিয়তায় শেষ হলো ফাইনাল

» পলাশে প্রেসক্লাবের পক্ষ থেকে ৪৯  শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

» বাগেরহাটে পেঁপে চাষে কৃষকের ভাগ্য বদল  ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি     

» এনার্জিপ্যাকের চতুর্থবারের মত সুপারব্র্যান্ড স্বীকৃতি অর্জন

» বাগেরহাটে ফ্রান্স প্রবাসী রফিকুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ: “মাজাই বাজার” উদ্বোধন

» দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে ‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৬৭, প্রাণহানি ছাড়াল ৫৩ হাজার ৩৩০

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা আগ্রাসনে রক্ত ঝরছে প্রতিনিয়ত। সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় গেল ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্বর এ হামলায় আহত হয়েছেন প্রায় ৩৬০ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট প্রাণহানি সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩৩৯ জনে।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রবিবার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি (এএ)।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলমান সহিংসতায় এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৩৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বা রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তাহীনতার কারণে সেখানে পৌঁছাতে পারছেন না।

 

গত ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েলের নতুন দফার হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত আরও ৩ হাজার ১৯৩ জন নিহত এবং ৮ হাজার ৯৯৩ জনের বেশি আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন।

এর আগে গত ১৯ জানুয়ারি, টানা ১৫ মাসের সামরিক অভিযান শেষে আন্তর্জাতিক চাপের মুখে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। কিন্তু হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের বিমান হামলা শুরু করে তারা।

 

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে অধিকাংশ অবকাঠামো।

 

এছাড়া গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com