গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদের সঙ্গে লন্ডনে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

ছবি সংগৃহীত

 

অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিটির প্রধান সাংবাদিক কামাল আহমেদের সঙ্গে লন্ডনে কর্মরত বাংলাদেশি-ব্রিটিশ গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৩ অক্টোবর) সাপ্তাহিক পত্রিকা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বাংলাদেশের গণমাধ্যমকে স্বাধীন ও নিরপেক্ষ করাসহ গণমাধ্যমকর্মীদের স্বার্থরক্ষা করা, নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত মানোন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা এবং লন্ডন থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্রগুলোকে সরকারি বিজ্ঞাপন সুবিধার অন্তর্ভুক্ত করার বিষয়ে সংস্কার কমিশন সরকারের কাছে কী কী সুপারিশ পেশ করতে পারে-এসব বিষয়ে নিজ নিজ অভিজ্ঞতার আলোকে বক্তারা তাদের বক্তব্য উপস্থাপন করেন। লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা সভাটির আয়োজন করে।

 

সাংবাদিক সারওয়ার-ই আলমের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বিভিন্ন সুপারিশ তুলে ধরেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, এটিএন বাংলার উপস্থাপক ঊর্মি মাযহার, সাপ্তাহিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাংবাদিক কামাল মেহেদী, চ্যানেল এসের উপস্থাপক ফারহান খান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ ব্যুরো চিফ আ স ম মাসুম, চ্যানেল এসের সংবাদ পাঠক তৌহিদ শাকিল, সাংবাদিক হাসান হাফিজুর রহমান পলক, সাংবাদিক আবদুল হাই সঞ্জু, এফএম টিভির সম্পাদক ফয়সল মাহমুদ, বিজয় বায়ান্ন টিভির সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি, নতুন দিনের পলি রহমান, নারী ম্যাগাজিনের সম্পাদক শাহনাজ সুলতানা, সাংবাদিক হাসনাত চৌধুরী, বাংলা সংলাপের সাংবাদিক সাজু আহমেদ প্রমুখ।

 

সভার শুরুতে সাংবাদিক কামাল আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক মোহাম্মদ বেলাল আহমেদ ও মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী।

 

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে যে কাজটি সবচেয়ে বেশি জরুরি বলে অধিকাংশ বক্তা মনে করেন, তাহলো গণমাধ্যমের ওপর সরকারের খবরদারি বন্ধ করতে যুগোপযোগী নীতিমালা প্রণয়নের মাধ্যমে প্রয়োজনীয় সুবিধা দিয়ে বিটিআরসিকে আরও কার্যকর ও শক্তিশালী করা।

 

একইসঙ্গে কোনো কোনো বক্তা গণমাধ্যমের ওপর সরকারের খবরদারি বন্ধ করতে গণমাধ্যমের ‌‌‘লাইসেন্সিং’র দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের পরিবর্তে একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠানকে দেওয়ার প্রস্তাব করেন।

অনেক বক্তা গণমাধ্যমকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এবং রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রে সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে ব্রিটেনের অফকমের ন্যায় বাংলাদেশে একটি ‘রেগুলেটরি’ প্রতিষ্ঠান গড়ে তোলার জন্যও অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতি প্রস্তাব করেন।

 

সভায় লন্ডনসহ বাংলাদেশি অধ্যুষিত প্রবাসী কমিউনিটির টেলিভিশন ও সংবাদপত্রগুলোকে বাংলাদেশ সরকারের বিজ্ঞাপন সুবিধার অন্তর্ভুক্ত করার জন্য অনেক বক্তা জোর দাবি জানান। তারা বলেন, দেশে বাংলা ভাষার চর্চা, পরিচর্যা ও বিকাশের দায়িত্ব পালন করার সুবাদে যদি টেলিভিশন ও সংবাদপত্রগুলো সরকারের বিজ্ঞাপন সুবিধা পেতে পারে, তাহলে ঠিক একই ভূমিকা পালনকারী প্রবাসী বাংলাদেশি কমিউনিটির টেলিভিশন ও সংবাদপত্রগুলোও সরকারের বিজ্ঞাপন সুবিধা পাওয়া উচিত। কিন্তু অতীতে এই উদ্যোগ গ্রহণ করা হয়নি। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে এই প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

 

সাংবাদিকতার যথাযথ মানোন্নয়নের লক্ষ্যে জাতীয় ও মফস্বলের সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার নীতিমালা সুপারিশে অন্তর্ভুক্ত থাকা উচিত বলে অনেক সাংবাদিক অভিমত ব্যক্ত করেন। এক্ষেত্রে পিআইবিকে আরও শক্তিশালী করাসহ টেলিভিশন ও সংবাদপত্রগুলো নিজেরা যাতে উদ্যোগ গ্রহণ করে, সে বিষয়টিও সরকারের নীতিমালায় থাকা উচিত বলে অনেক বক্তা মনে করেন।

সভায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে কোনো কোনো বক্তা বলেন, আমাদের খুবই দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা হলো, এই আইন সাংবাদিকতায় শৃঙ্খলা রক্ষার পরিবর্তে সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই অসুস্থ চর্চা থেকে কীভাবে বের হয়ে আসা যায়, সে বিষয়ে গণমাধ্যম সংস্কার কমিশন সরকারকে সঠিক নির্দেশনা প্রদান করবে বলে বক্তাদের অনেকে আশা প্রকাশ করেন। তারা বলেন, ডিজিটাল মাধ্যমে হয়রানি ও গুজব ছড়ানো বন্ধের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি তা যেন সাংবাদিকতার পথে প্রতিবন্ধকতা তৈরি না করে, সেই ব্যবস্থাও থাকতে হবে।

 

হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিক কামাল আহমেদ গভীর মনোযোগ দিয়ে সকলের বক্তব্য শোনেন এবং দায়িত্ব গ্রহণের পর সংস্কার কমিশনের কাছে লন্ডন প্রবাসী বাংলাদেশি-ব্রিটিশ গণমাধ্যমকর্মীদের মূল্যবান সুপারিশসমূহ পৌঁছে দেবেন বলে সকলকে আশ্বস্ত করেন।

সূএ: বাংললাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ৬ মাস লেগেছে জয়ার এই শাড়ি বানাতে

» ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জাতীয় ঐক্যের ডাক ১২ দলীয় জোটের

» একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৪

» জাল নোটসহ দুই জন গ্রেফতার

» যেভাবে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পেতে পারেন ভিয়েতনামের সেই নারী ধনকুবের!

» দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি

» প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় মির্জা ফখরুলসহ ৮৩ জনকে অব্যাহতি

» খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

» যমুনায় ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকে ড. ইউনূস

» বুধবার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদের সঙ্গে লন্ডনে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

ছবি সংগৃহীত

 

অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিটির প্রধান সাংবাদিক কামাল আহমেদের সঙ্গে লন্ডনে কর্মরত বাংলাদেশি-ব্রিটিশ গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৩ অক্টোবর) সাপ্তাহিক পত্রিকা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বাংলাদেশের গণমাধ্যমকে স্বাধীন ও নিরপেক্ষ করাসহ গণমাধ্যমকর্মীদের স্বার্থরক্ষা করা, নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত মানোন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা এবং লন্ডন থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্রগুলোকে সরকারি বিজ্ঞাপন সুবিধার অন্তর্ভুক্ত করার বিষয়ে সংস্কার কমিশন সরকারের কাছে কী কী সুপারিশ পেশ করতে পারে-এসব বিষয়ে নিজ নিজ অভিজ্ঞতার আলোকে বক্তারা তাদের বক্তব্য উপস্থাপন করেন। লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা সভাটির আয়োজন করে।

 

সাংবাদিক সারওয়ার-ই আলমের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বিভিন্ন সুপারিশ তুলে ধরেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, এটিএন বাংলার উপস্থাপক ঊর্মি মাযহার, সাপ্তাহিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাংবাদিক কামাল মেহেদী, চ্যানেল এসের উপস্থাপক ফারহান খান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ ব্যুরো চিফ আ স ম মাসুম, চ্যানেল এসের সংবাদ পাঠক তৌহিদ শাকিল, সাংবাদিক হাসান হাফিজুর রহমান পলক, সাংবাদিক আবদুল হাই সঞ্জু, এফএম টিভির সম্পাদক ফয়সল মাহমুদ, বিজয় বায়ান্ন টিভির সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি, নতুন দিনের পলি রহমান, নারী ম্যাগাজিনের সম্পাদক শাহনাজ সুলতানা, সাংবাদিক হাসনাত চৌধুরী, বাংলা সংলাপের সাংবাদিক সাজু আহমেদ প্রমুখ।

 

সভার শুরুতে সাংবাদিক কামাল আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক মোহাম্মদ বেলাল আহমেদ ও মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী।

 

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে যে কাজটি সবচেয়ে বেশি জরুরি বলে অধিকাংশ বক্তা মনে করেন, তাহলো গণমাধ্যমের ওপর সরকারের খবরদারি বন্ধ করতে যুগোপযোগী নীতিমালা প্রণয়নের মাধ্যমে প্রয়োজনীয় সুবিধা দিয়ে বিটিআরসিকে আরও কার্যকর ও শক্তিশালী করা।

 

একইসঙ্গে কোনো কোনো বক্তা গণমাধ্যমের ওপর সরকারের খবরদারি বন্ধ করতে গণমাধ্যমের ‌‌‘লাইসেন্সিং’র দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের পরিবর্তে একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠানকে দেওয়ার প্রস্তাব করেন।

অনেক বক্তা গণমাধ্যমকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এবং রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রে সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে ব্রিটেনের অফকমের ন্যায় বাংলাদেশে একটি ‘রেগুলেটরি’ প্রতিষ্ঠান গড়ে তোলার জন্যও অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতি প্রস্তাব করেন।

 

সভায় লন্ডনসহ বাংলাদেশি অধ্যুষিত প্রবাসী কমিউনিটির টেলিভিশন ও সংবাদপত্রগুলোকে বাংলাদেশ সরকারের বিজ্ঞাপন সুবিধার অন্তর্ভুক্ত করার জন্য অনেক বক্তা জোর দাবি জানান। তারা বলেন, দেশে বাংলা ভাষার চর্চা, পরিচর্যা ও বিকাশের দায়িত্ব পালন করার সুবাদে যদি টেলিভিশন ও সংবাদপত্রগুলো সরকারের বিজ্ঞাপন সুবিধা পেতে পারে, তাহলে ঠিক একই ভূমিকা পালনকারী প্রবাসী বাংলাদেশি কমিউনিটির টেলিভিশন ও সংবাদপত্রগুলোও সরকারের বিজ্ঞাপন সুবিধা পাওয়া উচিত। কিন্তু অতীতে এই উদ্যোগ গ্রহণ করা হয়নি। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে এই প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

 

সাংবাদিকতার যথাযথ মানোন্নয়নের লক্ষ্যে জাতীয় ও মফস্বলের সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার নীতিমালা সুপারিশে অন্তর্ভুক্ত থাকা উচিত বলে অনেক সাংবাদিক অভিমত ব্যক্ত করেন। এক্ষেত্রে পিআইবিকে আরও শক্তিশালী করাসহ টেলিভিশন ও সংবাদপত্রগুলো নিজেরা যাতে উদ্যোগ গ্রহণ করে, সে বিষয়টিও সরকারের নীতিমালায় থাকা উচিত বলে অনেক বক্তা মনে করেন।

সভায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে কোনো কোনো বক্তা বলেন, আমাদের খুবই দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা হলো, এই আইন সাংবাদিকতায় শৃঙ্খলা রক্ষার পরিবর্তে সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই অসুস্থ চর্চা থেকে কীভাবে বের হয়ে আসা যায়, সে বিষয়ে গণমাধ্যম সংস্কার কমিশন সরকারকে সঠিক নির্দেশনা প্রদান করবে বলে বক্তাদের অনেকে আশা প্রকাশ করেন। তারা বলেন, ডিজিটাল মাধ্যমে হয়রানি ও গুজব ছড়ানো বন্ধের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি তা যেন সাংবাদিকতার পথে প্রতিবন্ধকতা তৈরি না করে, সেই ব্যবস্থাও থাকতে হবে।

 

হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিক কামাল আহমেদ গভীর মনোযোগ দিয়ে সকলের বক্তব্য শোনেন এবং দায়িত্ব গ্রহণের পর সংস্কার কমিশনের কাছে লন্ডন প্রবাসী বাংলাদেশি-ব্রিটিশ গণমাধ্যমকর্মীদের মূল্যবান সুপারিশসমূহ পৌঁছে দেবেন বলে সকলকে আশ্বস্ত করেন।

সূএ: বাংললাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com