সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক: দেশবাসীকে সতর্ক করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যে ঐক্যের সৃষ্টি হয়েছে, কোনো ষড়যন্ত্র যেন সেই ঐক্য বিনষ্ট করতে না পারে।
সাতক্ষীরা যাওয়ার পথে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় যশোর শহরের চাঁচড়া মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি। এসময় সেখানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও দলের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, আরেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।
জামায়াত আমির বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ দেখতেই গুলির সামনে বুক পেতে দিয়েছিল জুলাই-আগস্টের শহীদরা। আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে জাত-পাত, দল, ধর্মের ব্যবধান থাকবে না। সমস্ত মানুষ এদেশের নাগরিক হিসেবে মর্যাদার সাথে তাদের বৈধ অধিকার ভোগ করবে’।
জুলাই-আগস্টের শহীদদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘তারা জাতীয় বীর। আমরা তাদের জন্য গর্বিত। তাদের পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ। একইসাথে যে যে এলাকার শহীদ, সেই এলাকার জনগণের কাছেও আমরা কৃতজ্ঞ’।