ছবি সংগৃহীত
প্রাথমিকের বইয়ে খুব বেশি সংস্করণ হবে না। তবে উচ্চ মাধ্যমিকে সংস্করণ হবে। আর সংস্করণ শেষে বই জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
সোমবার (১৮ নভেম্বর) সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার ফিমেল একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণ দুঃখজনক। এটা বন্ধে কাজ করা হচ্ছে। নিয়োগের পরই এসব বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি সঠিক নীতিমালা করা হবে।
সুনামগঞ্জ হাওরের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও কর্মকর্তা সংকট নিয়েও কাজ করা হচ্ছে বলে জানান উপদেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানসহ প্রমুখ। সূএ:জাগোনিউজ২৪.কম