কানাডার মূল ধারার থিয়েটারে “ট্রাইডেন্ট মুন” নাটকে বাংলাদেশি অভিনেত্রী

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : কানাডার টরন্টোর ক্রো’স থিয়েটার মঞ্চে মঞ্চস্থ হয়েছে “ট্রাইডেন্ট মুন” নাটকটির উদ্বোধনী শো’। নাটকটি রচনা করেছেন ভারতীয় বংশদ্ভুত নাট্যকার অনুশ্রী রায় এবং নির্দেশনা দিয়েছেন নিনা লি আকুইনো।

 

কানাডার মূলধারার এই নাটকের একটা বিশেষ চরিত্রে অভিনয় করে দর্শকদের দৃষ্টি কেড়েছেন বাংলাদেশের অভিনেত্রী আফরোজা বানু। তিনি বর্তমানে কানাডার রাজধানী অটোয়াতে বসবাস করেন। ওখানেই ‘ট্রাইডেন্ট মুন’ নাটকে অভিনয়ের বিষয়ে অভিনেত্রী আফরোজা বানুর সাথে নাটকটির প্রযোজনা সংস্থা ক্রো’স থিয়েটার এবং ন্যাশনাল আর্টস সেন্টার, অন্টারিওর আলাপ হয়।

 

১৯৭৪ সালে ধর্মীয় ভিত্তিতে ভারত উপমহাদেশকে দুটো স্বতন্ত্র রাষ্ট্রে বিভক্ত করা হয়। যার কারণে একটা বৃহৎ জনগোষ্ঠী নিজ জন্মভূমি থেকে উচ্ছেদ হয়। ঘর-বাড়ি সহায় সম্বল হারিয়ে জীবন বাঁচাতে আশ্রয়প্রার্থী হয়ে এরা এক দেশ থেকে আরেক দেশে ছুটে চলে। এরকম একটা ছয় সদস্যের এক নারী-উদ্বাস্তু দলের সংঘাতময় জীবনের চালচিত্র নিয়ে রচিত হয়েছে ইংরেজি সংলাপের নাটক ‘ট্রাইডেন্ট মুন।

 

নাটকটির পুরো কাহিনী একটা কয়লার ট্রাকে পলায়পর তিন মুসলিম ও তিন হিন্দু নারীর অনিশ্চিত যাত্রার উপর ভিত্তি করে আবর্তিত হয়। উপমহাদেশের স্পর্শকাতর গল্প নিয়ে কানাডার মূলধারার নাটকের দল কানাডীয় দর্শকদের জন্য এমন একটি নাটক বেছে নিয়েছে দেখে নাটকটিতে অভিনয়ের ব্যাপারে তিনি উৎসাহিত হয়েছেন।

 

“ট্রাইডেন্ট মুন’ নাটকের উদ্বোধনী শো’ দেখে নাট্যকার-নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সম্ভবত আফরোজা বানুই হবেন প্রথম অভিনেত্রী যিনি কিনা কানাডার মূলধারার থিয়েটারে চুক্তিবদ্ধ হয়ে এমন একটি নাটকে অভিনয় শুরু করলেন। বেলী আপাকে অভিনন্দন।

 

তিনি বলেন ভবিষ্যতে তাকে অনুসরণ করে আরও অনেকেই হয়ত কানাডার মূলধারার থিয়েটারে যুক্ত হতে উৎসাহিত হবেন।

 

মঞ্চ টিভির স্বনামখ্যাত অভিনেত্রী আফরোজা বানুর কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, কৈশোর বয়স থেকেই আমার অভিনয় জীবনের শুরু। বাংলাদেশে শুরু থেকে দীর্ঘদিন নাট্য সংগঠন ‘থিয়েটার’ কাজ করেছি। সম্মান ভালবাসা, অনেক কিছুই পেয়েছি। তাই অভিনয়টা আমাকে ঠিক আলাদা ভাবে চমৎকৃত করে না। তবে এদের নাটক প্রযোজনার চিন্তা ভাবনা, কাজের স্টাইল ভিন্ন। এরা খুব ডিটেলে কাজ করে। সব কিছুর উপরে এরা ‘সেফটিকে’ প্রাধান্য দেয়, যেটা আমার ভাল লেগেছে। আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা অভিনয় পেশায় আসবে, কানাডার মূলধারার থিয়েটারে যোগ দিবে, এটাই প্রত্যাশা করি।

 

ট্রাইডেন্ট মুন নাটকটি আগামী ২৫ মার্চ পর্যন্ত দুই একদিন বিরতি দিয়ে প্রায় প্রতি সন্ধ্যায় টরন্টোর ক্রো’স থিয়েটারে মঞ্চস্থ হবে। এরপর আগামী এপ্রিল মাসে নাটকটি অটোয়ার মঞ্চে প্রদর্শিত হবে।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বৈঠকে বসছেন ড. ইউনূস ও নরেন্দ্র মো‌দী

» গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা

» ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন : প্রেস সচিব

» ইসলামপুরে ঈদ মেলার নামে জুয়া অশ্লীল নৃত্য যৌথ বাহিনীর অভিযানে নারী সহ আটক ৩৮

» ইসলামপুরে ঈদ পূর্ণমিলনী এসএনসি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা

» কালীগঞ্জে ৯৮’র ব্যাচের উদ্যোগে প্রীতি ফুটবল অনুষ্ঠিত 

» দেশনায়ক তারেক রহমানের ঈদের শুভেচ্ছা নিয়ে “রাজবন্দির জবানবন্দি” এর লেখক, ব্লগার মরহুম আরজান ইভান এর বাসায় পরিবারবর্গের সাথে

» বাংলাদেশ নিয়ে বর্তমানে একটা গভীর চক্রান্ত চলছে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

» লন্ডনে মা খালেদা জিয়াকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক

» বিশ্বকাপ নিশ্চিতে যে পরিকল্পনা সাজিয়েছেন বাংলাদেশ অধিনায়ক

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডার মূল ধারার থিয়েটারে “ট্রাইডেন্ট মুন” নাটকে বাংলাদেশি অভিনেত্রী

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : কানাডার টরন্টোর ক্রো’স থিয়েটার মঞ্চে মঞ্চস্থ হয়েছে “ট্রাইডেন্ট মুন” নাটকটির উদ্বোধনী শো’। নাটকটি রচনা করেছেন ভারতীয় বংশদ্ভুত নাট্যকার অনুশ্রী রায় এবং নির্দেশনা দিয়েছেন নিনা লি আকুইনো।

 

কানাডার মূলধারার এই নাটকের একটা বিশেষ চরিত্রে অভিনয় করে দর্শকদের দৃষ্টি কেড়েছেন বাংলাদেশের অভিনেত্রী আফরোজা বানু। তিনি বর্তমানে কানাডার রাজধানী অটোয়াতে বসবাস করেন। ওখানেই ‘ট্রাইডেন্ট মুন’ নাটকে অভিনয়ের বিষয়ে অভিনেত্রী আফরোজা বানুর সাথে নাটকটির প্রযোজনা সংস্থা ক্রো’স থিয়েটার এবং ন্যাশনাল আর্টস সেন্টার, অন্টারিওর আলাপ হয়।

 

১৯৭৪ সালে ধর্মীয় ভিত্তিতে ভারত উপমহাদেশকে দুটো স্বতন্ত্র রাষ্ট্রে বিভক্ত করা হয়। যার কারণে একটা বৃহৎ জনগোষ্ঠী নিজ জন্মভূমি থেকে উচ্ছেদ হয়। ঘর-বাড়ি সহায় সম্বল হারিয়ে জীবন বাঁচাতে আশ্রয়প্রার্থী হয়ে এরা এক দেশ থেকে আরেক দেশে ছুটে চলে। এরকম একটা ছয় সদস্যের এক নারী-উদ্বাস্তু দলের সংঘাতময় জীবনের চালচিত্র নিয়ে রচিত হয়েছে ইংরেজি সংলাপের নাটক ‘ট্রাইডেন্ট মুন।

 

নাটকটির পুরো কাহিনী একটা কয়লার ট্রাকে পলায়পর তিন মুসলিম ও তিন হিন্দু নারীর অনিশ্চিত যাত্রার উপর ভিত্তি করে আবর্তিত হয়। উপমহাদেশের স্পর্শকাতর গল্প নিয়ে কানাডার মূলধারার নাটকের দল কানাডীয় দর্শকদের জন্য এমন একটি নাটক বেছে নিয়েছে দেখে নাটকটিতে অভিনয়ের ব্যাপারে তিনি উৎসাহিত হয়েছেন।

 

“ট্রাইডেন্ট মুন’ নাটকের উদ্বোধনী শো’ দেখে নাট্যকার-নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সম্ভবত আফরোজা বানুই হবেন প্রথম অভিনেত্রী যিনি কিনা কানাডার মূলধারার থিয়েটারে চুক্তিবদ্ধ হয়ে এমন একটি নাটকে অভিনয় শুরু করলেন। বেলী আপাকে অভিনন্দন।

 

তিনি বলেন ভবিষ্যতে তাকে অনুসরণ করে আরও অনেকেই হয়ত কানাডার মূলধারার থিয়েটারে যুক্ত হতে উৎসাহিত হবেন।

 

মঞ্চ টিভির স্বনামখ্যাত অভিনেত্রী আফরোজা বানুর কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, কৈশোর বয়স থেকেই আমার অভিনয় জীবনের শুরু। বাংলাদেশে শুরু থেকে দীর্ঘদিন নাট্য সংগঠন ‘থিয়েটার’ কাজ করেছি। সম্মান ভালবাসা, অনেক কিছুই পেয়েছি। তাই অভিনয়টা আমাকে ঠিক আলাদা ভাবে চমৎকৃত করে না। তবে এদের নাটক প্রযোজনার চিন্তা ভাবনা, কাজের স্টাইল ভিন্ন। এরা খুব ডিটেলে কাজ করে। সব কিছুর উপরে এরা ‘সেফটিকে’ প্রাধান্য দেয়, যেটা আমার ভাল লেগেছে। আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা অভিনয় পেশায় আসবে, কানাডার মূলধারার থিয়েটারে যোগ দিবে, এটাই প্রত্যাশা করি।

 

ট্রাইডেন্ট মুন নাটকটি আগামী ২৫ মার্চ পর্যন্ত দুই একদিন বিরতি দিয়ে প্রায় প্রতি সন্ধ্যায় টরন্টোর ক্রো’স থিয়েটারে মঞ্চস্থ হবে। এরপর আগামী এপ্রিল মাসে নাটকটি অটোয়ার মঞ্চে প্রদর্শিত হবে।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com