ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : কানাডার টরেন্টোতে ২৫ শে মার্চকে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করে প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশীরা। টরন্টোর প্রচন্ড কনকনে শীতের মাঝে দেশপ্রেমিক বাংলাদেশিরা ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি করে বক্তব্য রাখেন।
টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে মনিষ রফিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা রণি প্রেন্টিস রায়, নিরঞ্জন সরকার বাচ্চু ও সাধন সরকার।
বক্তব্য রাখেন সাংবাদিক সওগাত আলী সাগর, নাট্যকার মাহমুদুল ইসলাম সেলিম, সংস্কৃতি কর্মী হিমাদ্রী রায় ও রাজনীতিক লিটন মাসুদ। অনুষ্ঠানের শুরুতে শিল্পী মৈত্রেয়ী দেবীর নেতৃত্বে সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশীরা। সূএ: বাংলাদেশ প্রতিদিন