কানাডার টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের স্মরণে ‘আছো তুমি অন্তরে’ নামক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মাল্টিকালচারাল স্ক্রিনিং সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টরন্টো ফিল্ম ফোরাম ‘আছো তুমি অন্তরে’ শিরোনামের মিতা হক স্মরণ অনুষ্ঠানে সম্মেলক গান, একক গান, কবিতা, ও স্মৃতিচারণ করা হয়।
অনুষ্ঠানে এনায়েত করিম বাবুল, দেলওয়ার এলাহী, ইমামুল হক কিসলু, মনিস রফিক, নাহিদ কবির কাকলী, স্নিগ্ধা চৌধুরী, সজীব চৌধুরী ও বাবলু হক অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিলারা নাহার বাবু।
২০২১ সালের ১১ এপ্রিল রবীন্দ্রসংগীতের খ্যাতিমান এ শিল্পী মৃত্যুবরণ করেন। ১৯৬২ সালে জন্ম নেওয়া মিতা হক বাংলাদেশে শুদ্ধ রবীন্দ্রসংগীতের প্রচার, প্রসার ও সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বাংলাদেশ সরকার তার এ বিশেষ ভূমিকার কারণে ২০২০ সালে একুশে পদক দিয়ে সম্মানিত করেন। তিনি ছায়ানটের রবীন্দ্রসংগীত শিক্ষক ছিলেন ও তার প্রতিষ্ঠিত সুরতীর্থ সংগঠনের আমৃত্যু পরিচালনা করেছেন। সূএ:জাগোনিউজ২৪.কম