রুখসানা রিমি :
মাঝেমধ্যে আমি হাঁটি কখনো জ্ঞানে কখনো মনে
হাঁটতে হাঁটতে ভাবি- মানুষ কেনো কষ্ট পায়?
দুনিয়াতো কষ্টের নিষ্ঠুর হিমালয়!
যখন বরফ গলে তখন আনন্দ ঝরে ঝরে পড়ে!
বিশ্বাসের নি:শ্বাসে আপন সম্পর্কের ঘৃণা দোলে!
কাকে বলবো- কষ্টকে আর আপন করো না,
কষ্ট যাকিছু তাতো আমার প্রাপ্য!
তাই যারা আমায় কষ্ট দিয়ে হর্ষে বংশী বাজায়
কষ্টের দায়ভার নিজের কাঁধে চাপিয়ে
তাদের দেওয়া কষ্টকে আমি অনায়াসে ভুলে যাই।
Facebook Comments Box