মোঃ মাহাবুব আলম আকাশ
**************************
জোনাক জ্বলা চাঁদ বদনে,
লাজুক লাজুক মুখ,
লুকিয়ে আছে চাঁদের জ্যোস্না,
হাজার বছরে সুখ।
লক্ষ কোটি তারার মাঝে,
শুক্লা তিথির চাঁদ,
চন্দ্রকলার পঞ্চমীতে
ভাঙ্গে জ্যোস্নার বাঁধ।
কৃষ্ণ কালো সিঁথি’র ভাঁজে,,
শ্বেতচন্দনের সুবাস,
ভালোবাসার উষ্ণতা নিয়ে
বয়ে বেড়ায় বাতাস।
মিষ্টি হাসির চঞ্চলতা তে,
পথিক দাঁড়ায় চমকে,
গ্রহ-উপগ্রহ,গ্রহাণুপুঞ্জ,
সব কিছু যায় থমকে।
শুকনো পাতার নূপুর বাজে,
আলতা রাঙা পায়ে,
চোখ পুড়ে যায় রোদের রাজার,
লুকায় মেঘের ছাঁয়ে।
পাতলা হাওয়ায় উড়ছে শরীর
দুধে আলতা ডানায়,
নদীর দু’কুল ছাপিয়ে উঠে,
জলে কানায় কানায়।
কাজল কালো চোখ জোড়া,
আর গালে পড়া টোল,
বাঁধ ভাঁঙ্গা ঐ হাসির মাঝে,
আঁধো আঁধো বোল।
আহ মনে লাগে দোল,
কন্যা মনে লাগে দোল।।