শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বৃহস্পতিবার (৩ নভেম্বর) থেকে প্রাথমিক বিদ্যালয়ের বই ছাপা শুরু হবে। অন্যবছর অনেক আগেই ছাপা শুরু হয়ে যায়। এ বছর মাধ্যমিকের বই আগেই ছাপা শুরু হয়ে গেছে। প্রাথমিকের বই আগামীকাল থেকে ছাপা শুরু হবে। এ বছর সব মিলিয়ে ৩৪ থেকে ৩৫ কোটি বই ছাপা হবে।
বুধবার বই ছাপা সংক্রান্ত বৈঠকের পর এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, আমরা অবশ্যই বইয়ের মান ভালো রাখতে চাই। যদি কাগজের পাল্ফ পাওয়া না যায়, তাহলে সেকেন্ডারি পাল্ফ দিয়ে বই ছাপতে হবে। সেখানে কিছুটা হেরফের হতে পারে। কিন্তু আমরা আমাদের গ্রহণযোগ্য মাত্রাটা দেখবো। ৩৫ কোটি বই তো চেক করা সম্ভব হয় না। আমরা চাই একটা মানে রাখতে। যতদূর পর্যন্ত রাখা যায় সেটা আমরা চেষ্টা করবো।
ডা. দীপু মনি বলেন, বই ছাপার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো কাগজ। বিশ্ব বাজারে কাগজের দাম বেড়েছে, নানা চাপ আছে। সবকিছু মিলিয়ে নানা কারণে টেন্ডার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। আমরা আশা করছি, লোডশেডিং কমে যাবে। কিছু সমস্যা তো আছেই। গত দুই বছর করোনার মাঝেও সময়মতো বই দিয়েছি। এবারও দিতে পারবো।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা সময়মতো বই ছাপা এবং সরবরাহের বিষয়ে সব ব্যবস্থা নিয়েছি। কাগজ কলের মালিকদের সঙ্গে কথা বলেছি। ছাপাখানার লোকদের সঙ্গে কথা বলেছি। এর ভিত্তিতেই আমরা আশা করছি ১ তারিখে প্রাক-প্রাথমিক, মাধ্যমিক সব বই দিতে পারবো। গত বছর মূল বই সব দিতে পেরেছি।