একা ঘুরতে গিয়ে ভুলেও যেসব কাজ নয়

ছবি: সংগৃহীত

 

ভ্রমণ অনেকটা মেন্টাল থেরাপির মতো। একঘেয়েমি কাটাতে, শান্তিতে নিজের মতো বাঁচার রসদ জোগাতে, মনকে সমৃদ্ধ করে তুলতে, অবসাদকে কাটিয়ে নতুন অ্যাডভেঞ্চারের দিকে পা দেওয়ার জন্য মাঝেমধ্যেই তাই যেদিকে মন চায় সেদিকেই বেড়িয়ে পড়া ভালো। তাতে মন ও শরীর দুটোই থাকে সুস্থ ও সতেজ। তবে শুধু স্বাস্থ্যের ভালো রাখার জন্য নয়, দেশ বিদেশের নানা অভিজ্ঞতা সারাজীবনের জন্য মনের কোটরে স্থায়ী হয়ে থাকে।

 

অনেকে পরিবারকে সঙ্গী করে বেড়াতে ভালোবাসেন। আবার অনেকেই রয়েছে যারা একা একা ঘুরে দেখার অভিজ্ঞতা সঞ্চয় করার স্বপ্ন দেখেন। তারা নিজের মতো করে ঘুরে বেড়ানোকেই বেশি প্রাধান্য দেন। যদি একা একা বের হওয়ার পরিকল্পনা থাকে, তাহলে কী কী জিনিস একেবারেই ভুললে চলবে না দেখে নিন-

প্ল্যান বি  : ভ্রমণের পরিকল্পনা করার সময় প্ল্যান এ যেমন মাথায় রাখবেন, তেমনি প্ল্যান বি-এর বন্দোবস্তও করে রাখতে হবে। পরিকল্পনা অনুযায়ী অনেক সময়ই কাজ হয় না,তাই ঝামেলা এড়াতে প্ল্যান বি সবসময় মাথায় রাখা উচিত। কোয়ালিটি টাইম যদি কাটাতে চান তাহলে খাতায় নোট করে রাখুন প্ল্যান বি।

ওভারপ্যাকিং : একা যখন ঘুরবেন, তখন ব্যাকপ্যাক হওয়া চাই হালকা। বাইরের কোনো সাহায্য ছাড়াই আপনাকে ঘুরতে হবে। তাই লাগেজ একাই বহন করার সাহস রাখতে হবে। সোলো ট্রাভেলে নতুন নতুন প্ল্যান তৈরি করার উত্তেজনা অনুযায়ী ব্যাকপ্যাক গুছিয়ে নিতে হবে। ওভার প্যাকিং করার চিন্তাভাবনা একেবারেই করবেন না।

ওভার সিডিউলিং : একা ভ্রমণ মানেই লাগামছাড়া ভ্রমণ। অনেক জায়গা একসঙ্গে ঘুরে বেড়ানো যায়। সোলো ট্রাভেলের অর্থই হল আত্মার অনুসন্ধান করা। নিজের মতো করে বিরতি নেয়া, ধীরগতিতে জায়গায় জায়গায় ঘুরে বেড়ানো। তাই মাথায় রাখবেন, জীবনে অনেক কিছু মিস করা যায়, কিন্তু সময়ের সঙ্গে ঘুরে বেড়ানো বুদ্ধিমানের কাজ।

ভ্রমণের খরচ : সোলো ভ্রমণে খরচকে কখনও কম বলে মনে করবেন না। একা ভ্রমণ করছেন বলে তাতে খরচ কম হবে, তা একেবারেই নয়। একা যখন ভ্রমণ যখন করবেন তখন আর্থিক ব্যাকআপ সবসময় রেখে দিন।

বেশি কথা নয় : সোলো ট্রাভেলের সময় বেশি মানুষের সঙ্গে জড়িয়ে যাবেন না। অন্যের সঙ্গে বেশি কথা বলার প্রয়োজন নেই। কথা বাড়ালেই কথা বাড়ে। তাই নিজের মতো করে ঘুরে নিজের গন্তব্যে পৌঁছে যান।  সূএ : ডেইলি-বাংলাদেশ ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি

» বিশেষ অভিযান মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭১১ জন গ্রেফতার

» দেশের তিনটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

» ১৩০ কোটি টাকার মাদকসহ নারী যাত্রী আটক

» মুন্সিগঞ্জে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা-মার্কেট বন্ধ

» উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান 

» ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে গার্ডিয়ানের ৫ হাজার পলিসি বিক্রি করেছে সিটি ব্যাংক

» বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ শুরু

» ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় পিবিআই পুলিশের  হাতে গ্রেপ্তার ২

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

একা ঘুরতে গিয়ে ভুলেও যেসব কাজ নয়

ছবি: সংগৃহীত

 

ভ্রমণ অনেকটা মেন্টাল থেরাপির মতো। একঘেয়েমি কাটাতে, শান্তিতে নিজের মতো বাঁচার রসদ জোগাতে, মনকে সমৃদ্ধ করে তুলতে, অবসাদকে কাটিয়ে নতুন অ্যাডভেঞ্চারের দিকে পা দেওয়ার জন্য মাঝেমধ্যেই তাই যেদিকে মন চায় সেদিকেই বেড়িয়ে পড়া ভালো। তাতে মন ও শরীর দুটোই থাকে সুস্থ ও সতেজ। তবে শুধু স্বাস্থ্যের ভালো রাখার জন্য নয়, দেশ বিদেশের নানা অভিজ্ঞতা সারাজীবনের জন্য মনের কোটরে স্থায়ী হয়ে থাকে।

 

অনেকে পরিবারকে সঙ্গী করে বেড়াতে ভালোবাসেন। আবার অনেকেই রয়েছে যারা একা একা ঘুরে দেখার অভিজ্ঞতা সঞ্চয় করার স্বপ্ন দেখেন। তারা নিজের মতো করে ঘুরে বেড়ানোকেই বেশি প্রাধান্য দেন। যদি একা একা বের হওয়ার পরিকল্পনা থাকে, তাহলে কী কী জিনিস একেবারেই ভুললে চলবে না দেখে নিন-

প্ল্যান বি  : ভ্রমণের পরিকল্পনা করার সময় প্ল্যান এ যেমন মাথায় রাখবেন, তেমনি প্ল্যান বি-এর বন্দোবস্তও করে রাখতে হবে। পরিকল্পনা অনুযায়ী অনেক সময়ই কাজ হয় না,তাই ঝামেলা এড়াতে প্ল্যান বি সবসময় মাথায় রাখা উচিত। কোয়ালিটি টাইম যদি কাটাতে চান তাহলে খাতায় নোট করে রাখুন প্ল্যান বি।

ওভারপ্যাকিং : একা যখন ঘুরবেন, তখন ব্যাকপ্যাক হওয়া চাই হালকা। বাইরের কোনো সাহায্য ছাড়াই আপনাকে ঘুরতে হবে। তাই লাগেজ একাই বহন করার সাহস রাখতে হবে। সোলো ট্রাভেলে নতুন নতুন প্ল্যান তৈরি করার উত্তেজনা অনুযায়ী ব্যাকপ্যাক গুছিয়ে নিতে হবে। ওভার প্যাকিং করার চিন্তাভাবনা একেবারেই করবেন না।

ওভার সিডিউলিং : একা ভ্রমণ মানেই লাগামছাড়া ভ্রমণ। অনেক জায়গা একসঙ্গে ঘুরে বেড়ানো যায়। সোলো ট্রাভেলের অর্থই হল আত্মার অনুসন্ধান করা। নিজের মতো করে বিরতি নেয়া, ধীরগতিতে জায়গায় জায়গায় ঘুরে বেড়ানো। তাই মাথায় রাখবেন, জীবনে অনেক কিছু মিস করা যায়, কিন্তু সময়ের সঙ্গে ঘুরে বেড়ানো বুদ্ধিমানের কাজ।

ভ্রমণের খরচ : সোলো ভ্রমণে খরচকে কখনও কম বলে মনে করবেন না। একা ভ্রমণ করছেন বলে তাতে খরচ কম হবে, তা একেবারেই নয়। একা যখন ভ্রমণ যখন করবেন তখন আর্থিক ব্যাকআপ সবসময় রেখে দিন।

বেশি কথা নয় : সোলো ট্রাভেলের সময় বেশি মানুষের সঙ্গে জড়িয়ে যাবেন না। অন্যের সঙ্গে বেশি কথা বলার প্রয়োজন নেই। কথা বাড়ালেই কথা বাড়ে। তাই নিজের মতো করে ঘুরে নিজের গন্তব্যে পৌঁছে যান।  সূএ : ডেইলি-বাংলাদেশ ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com