একাকীত্ব মানে অন্য মানুষদের শারিরীক অনুপস্থিতি নয়। এটা হলো সেই বোধ যে তুমি অন্যদের সাথে কিছুই শেয়ার করছ না। তোমার চারপাশে যদি অনেক লোকজনও থাকে, এবং যদি তারা স্বামী, স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ বা কোনো ব্যস্ত কাজের জায়গাও হয়, কিন্তু তুমি তাদের সাথে কিছুই শেয়ার করছ না, তবে তুমি তখন একজন একাকী মানুষ।
সূএ: ডেইলি-বাংলাদেশ