লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই আলোকে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
সোমবার ৯ ডিসেম্বর, ইসলামপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” এর পক্ষে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা খাতুনের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া আক্তার, পৌর বিএনপি সাবেক সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমীন ও জয়িতা আখি মনিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা রোকেয়া দিবসের তাৎপর্য ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
Facebook Comments Box