ইলিশ ভেবে চন্দনা খাচ্ছেন না তো?

ছবি সংগৃহীত

 

রূপে আর গুণে দুইয়ে সেরা— এমন প্রশংসা যদি কোনো মাছের ক্ষেত্রে খাটে তাহলে সেটি ইলিশ। রূপালি চকচকে এই মাছ দেখতে যেমন মোহনীয়, তেমনি স্বাদে লোভনীয়। ইলিশে পুষ্টিগুণও রয়েছে প্রচুর। এতে রয়েছে ভিটামিন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাসিয়াম আয়রন ও সেলেনিয়ামের গৌণ খনিজ লবণ। এটি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের প্রাকৃতিক উৎস যা হৃদরোগের ঝুঁকি কমায়। তবে এসব পুষ্টি তখনই মিলবে যখন আসলেই ইলিশ খাবেন। ইলিশের নামে চন্দনা খেলে কিন্তু কোনো লাভই হবে না।

 

ইলিশ কেনার সময় থাকতে হবে সতর্ক। হয়তো ইলিশ রান্নার পর হয়তো ঘ্রাণ-স্বাদ কিছুই মিলবে না। এরপর বুঝতে পারবেন ইলিশ ভেবে আসলে সার্ডিন বা চন্দনা কিনে এনেছেন। বর্তমানে অনেকেই বেশ কম দামে ইলিশ বিক্রি করছেন। কেউ কেউ কেটেও বিক্রি করছেন। কিন্তু পরবর্তীতে দেখা যায়, কম দামে বিক্রি করা এসব মাছ আসলে ইলিশ নয়।

mko

ইলিশ আর চন্দনার গড়ন কিছুটা একইরকম। স্বাদেও কিছুটা মিল রয়েছে। চন্দনাকে জেলারা সার্ডিন, যাত্রিক, টাকিয়া, পানসা, খায়রা ও সাগর চাপিলা নামেও চেনে। অসাধু ব্যবসায়ীরা সাগরের এই মাছকে ইলিশ করে বিক্রি করেন। তাই হতে হবে সচেতন। কীভাবে ইলিশ আর চন্দনার পার্থক্য বুঝবেন?

 

দৈর্ঘ্য 

চন্দনা বা সার্ডিনের দেহের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে, ইলিশ বেশ বড় হয়। এটি ৭৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।

ilish1

আকৃতি 

সার্ডিনের মাথার আকৃতি ছোট এবং অগ্রভাগ ভোতা। আর ইলিশের মাথার আকৃতি লম্বাটে এবং অগ্রভাগ সূচালো। অর্থাৎ ইলিশ হয় চৌকা আকৃতির আর চন্দনা সেই তুলনায় চ্যাপ্টা।

রঙ

চন্দনার পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা ঘোলাটে। আর ইলিশের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা অনেকটা সাদাটে।

ilish2

চোখ 

ইলিশের তুলনায় চন্দনার চোখের আকৃতি তুলনামূলকভাবে বড়। আসল ইলিশের চোখের আকৃতি ছোট হয়।

কালো ফোঁটা 

চন্দনার পৃষ্ঠীয় পাখনার উৎসে একটি কালো ফোঁটা রয়েছে। ইলিশের কানকুয়ার পরে একটি বড় কালো ফোঁটা এবং পরে অনেকগুলো কালো ফোঁটা (a series of small spots) থাকে।

ilish

সুস্বাদু ইলিশ চেনার উপায় 

ইলিশের আকার যত বড় হয়, এর স্বাদ তত বাড়ে। ডিম ছাড়ার আগ পর্যন্ত ইলিশের স্বাদ বেশি থাকে। ডিমওয়ালা ইলিশের চর্বি কমে যায় ফলে স্বাদও কিছুটা কমে। এজন্যে ডিম ছাড়া ইলিশ নিতে বলা হয়। ইলিশের মধ্যে পদ্মার ইলিশের খ্যাতি সবচেয়ে বেশি।  সূএ:ঢাকা মেইল ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

» বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা

» আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা

» জুলাই আন্দোলন দমাতে ব্যবহৃত হয় শুটিং ফেডারেশনের অস্ত্র: ক্রীড়া উপদেষ্টা

» ৭১ এর রাজনীতি ভুল ছিল বলেই চব্বিশ ঘটেছে : উপদেষ্টা শারমীন

» একজন মুসল্লির মতো এলেন জীর্ণশীর্ণ দেখতে, এমন শাসক আর শাসনই আমাদের স্বপ্নময় ছিল! : প্রেস সচিব

» হুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’-এর নিবন্ধন শুরু

» লোকসাহিত্য গবেষক ও কবি অ আ আবীর আকাশ এর জন্মদিনে বিভিন্ন মহলের উষ্ণ অভ্যর্থনা

» প্রাইম ব্যাংকের অগ্রযাত্রার ৩০ বছর: টেকসই ভবিষ্যৎ নির্মাণে একসাথে পথ চলার অঙ্গীকার

» বাগেরহাটের বলভদ্রপুর বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইলিশ ভেবে চন্দনা খাচ্ছেন না তো?

ছবি সংগৃহীত

 

রূপে আর গুণে দুইয়ে সেরা— এমন প্রশংসা যদি কোনো মাছের ক্ষেত্রে খাটে তাহলে সেটি ইলিশ। রূপালি চকচকে এই মাছ দেখতে যেমন মোহনীয়, তেমনি স্বাদে লোভনীয়। ইলিশে পুষ্টিগুণও রয়েছে প্রচুর। এতে রয়েছে ভিটামিন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাসিয়াম আয়রন ও সেলেনিয়ামের গৌণ খনিজ লবণ। এটি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের প্রাকৃতিক উৎস যা হৃদরোগের ঝুঁকি কমায়। তবে এসব পুষ্টি তখনই মিলবে যখন আসলেই ইলিশ খাবেন। ইলিশের নামে চন্দনা খেলে কিন্তু কোনো লাভই হবে না।

 

ইলিশ কেনার সময় থাকতে হবে সতর্ক। হয়তো ইলিশ রান্নার পর হয়তো ঘ্রাণ-স্বাদ কিছুই মিলবে না। এরপর বুঝতে পারবেন ইলিশ ভেবে আসলে সার্ডিন বা চন্দনা কিনে এনেছেন। বর্তমানে অনেকেই বেশ কম দামে ইলিশ বিক্রি করছেন। কেউ কেউ কেটেও বিক্রি করছেন। কিন্তু পরবর্তীতে দেখা যায়, কম দামে বিক্রি করা এসব মাছ আসলে ইলিশ নয়।

mko

ইলিশ আর চন্দনার গড়ন কিছুটা একইরকম। স্বাদেও কিছুটা মিল রয়েছে। চন্দনাকে জেলারা সার্ডিন, যাত্রিক, টাকিয়া, পানসা, খায়রা ও সাগর চাপিলা নামেও চেনে। অসাধু ব্যবসায়ীরা সাগরের এই মাছকে ইলিশ করে বিক্রি করেন। তাই হতে হবে সচেতন। কীভাবে ইলিশ আর চন্দনার পার্থক্য বুঝবেন?

 

দৈর্ঘ্য 

চন্দনা বা সার্ডিনের দেহের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে, ইলিশ বেশ বড় হয়। এটি ৭৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।

ilish1

আকৃতি 

সার্ডিনের মাথার আকৃতি ছোট এবং অগ্রভাগ ভোতা। আর ইলিশের মাথার আকৃতি লম্বাটে এবং অগ্রভাগ সূচালো। অর্থাৎ ইলিশ হয় চৌকা আকৃতির আর চন্দনা সেই তুলনায় চ্যাপ্টা।

রঙ

চন্দনার পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা ঘোলাটে। আর ইলিশের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা অনেকটা সাদাটে।

ilish2

চোখ 

ইলিশের তুলনায় চন্দনার চোখের আকৃতি তুলনামূলকভাবে বড়। আসল ইলিশের চোখের আকৃতি ছোট হয়।

কালো ফোঁটা 

চন্দনার পৃষ্ঠীয় পাখনার উৎসে একটি কালো ফোঁটা রয়েছে। ইলিশের কানকুয়ার পরে একটি বড় কালো ফোঁটা এবং পরে অনেকগুলো কালো ফোঁটা (a series of small spots) থাকে।

ilish

সুস্বাদু ইলিশ চেনার উপায় 

ইলিশের আকার যত বড় হয়, এর স্বাদ তত বাড়ে। ডিম ছাড়ার আগ পর্যন্ত ইলিশের স্বাদ বেশি থাকে। ডিমওয়ালা ইলিশের চর্বি কমে যায় ফলে স্বাদও কিছুটা কমে। এজন্যে ডিম ছাড়া ইলিশ নিতে বলা হয়। ইলিশের মধ্যে পদ্মার ইলিশের খ্যাতি সবচেয়ে বেশি।  সূএ:ঢাকা মেইল ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com